বিয়ের পিঁড়িতে বসছেন সালমান খান, জানা গেল কনের পরিচয়

সালমান খান

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সালমান খানের সুপ্রিমেসি সর্বজনবিদিত। এককালে বেশিরভাগ হিন্দি ছবির প্রধান চরিত্রের ভূমিকায় অভিনয় করতেন তিনি। গোটা ক্যারিয়ারে সালমান খান অসংখ্য অভিনেত্রীর সাথে স্ক্রিন ভাগ করে নিয়েছেন।

সালমান খান

বলিউড ভাইজানের জনপ্রিয়তার কোনো সীমা নেই। এমনকি ভাইজান দেশের বাইরে বিদেশেও চর্চায় থাকেন। ভাইজানের অভিনয় দক্ষতা যেমন একদিকে চর্চায় থাকে, ঠিক তেমনই মাঝে মাঝেই তাঁর ব্যক্তিগত জীবন আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।

বলিউড প্রেমগুরু সালমান খানের বয়স প্রায় ষাটের ঘরে পৌঁছে গেলেও, এখনও অব্দি তিনি বিয়ে করার ইচ্ছাপ্রকাশ করেননি। যৌবন বয়সে একাধিক প্রেমের সাথে নিজের নাম জড়ালেও বিয়ের মন্ডপে তা কখনোই পৌঁছায়নি। এই বয়সেও যখন বিয়ে তিনি করেননি তখন আর করার সম্ভাবনা তেমন দেখা যায় না বললেই চলে।

আর ঠিক এই কারণেই বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলরের তকমা পেয়েছেন ভাইজান। তবে সম্প্রতি এমনই এক খবর প্রকাশ্যে এসেছে যা হয়তো সালমান খানের নামের সাথে ব্যাচেলার তকমা মিটিয়ে দিতে পারে।

সম্প্রতি জানা গিয়েছে, সালমান খান খুব শীঘ্রই বিয়ের লাড্ডু খেতে চলেছেন। যে মেয়েটি সালমান খানের পাত্রী সে আর কেউ নয় সকলের প্রিয় পাঞ্জাবি ক্যাটরিনা কাইফ শেহনাজ গিল। মোটামুটি সকলেই এই অভিনেত্রীকে আজকাল চেনেন।

মনে করা হচ্ছে সালমান খান শেহনাজকে খান পরিবারের পুত্রবধূ করতে চলেছেন। আসলে কিছুদিন ধরেই এই দুই তারকার মধ্যে সম্পর্ক ঘনিষ্ট হয়েছে। তাঁরা একে অপরের সাথে অনেক সময় কাটাচ্ছেন। এছাড়া কিছুদিন আগে এক অনুষ্ঠানে সকলের সামনে সালমানকে জড়িয়ে ধরেন শেহনাজ।

ফেনীর নদীতে মিলছে বড় আকারের ইলিশ

তাই অনেকেই মনে করছেন যে ক্যাটরিনা কাইফকে বিয়ে করতে না পারলেও সালমান খান হয়তো এবার পাঞ্জাবি ক্যাটরিনা কাইফকে বিয়ে করবেন। যদিওবা এখন অব্দি দুই তারকার পক্ষ থেকে এমন কোন কথা অফিশিয়ালি জানানো হয়নি।