বিয়ের পর স্বামীকে নিয়ে সানাইয়ের স্ট্যাটাস

সানাইয়ের স্ট্যাটাস

বিনোদন ডেস্ক : সম্প্রতি বিয়ে করেছেন দেশের আলোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। খানিকটা গোপনেই বিয়ে করেন তিনি। নীলফামারী শহরের বাবু পাড়ায় পৈতৃক বাড়িতে বিয়ে করেন এ অভিনেত্রী। তার বরের নাম আবু সালেহ মুসা।

সানাইয়ের স্ট্যাটাস

তিনি ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে কর্মকর্তা। সামাজিক যোগাযোগমাধ্যমে খোলামেলাভাবে নিজেকে উপস্থাপন করে বিভিন্ন সময় সমালোচিত হওয়া এই অভিনেত্রী বিয়ের পর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে স্বামীর হাত সারা জীবনের জন্য ধরে রাখতে চেয়েছেন।

আজ মঙ্গলবার (৩১ মে) তিনি ভেরিফায়েড ফেসবুক আইডিতে লিখেছেন, ‘আর যে হাত টা সমাজ, সংসার সব কিছুর কথা ছেড়ে আমার হাত টা ধরলো..আমি সেই হাত টা সারাজীবনের জন্য ধরে রাখতে চাই…আমাদের জন্য দোয়া রাখবেন যেনো তাড়াতাড়ি ওমরাহ করতে পারি… আল্লাহ যেনো ওমরাহ নসিব করেন তাড়াতাড়ি’

মূলত, সমালোচিত এই অভিনেত্রী গত এক বছর ধরে অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়ে নিজেকে গুটিয়ে নিয়েছেন। অনুতপ্ত সানাই হয়তো তার স্ট্যাটাসে বুঝাতে চেয়েছেন তার অতীত কর্মকাণ্ড ঠিক ছিলো না। তার কর্মকাণ্ড জেনেও তাকে বিয়ে করায় স্বামীর হাত সারাজীবন ধরে রাখতে চান তিনি।