এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সব কর্মচারীর বছরে দু’বার ৬-৮ শতাংশ বেতন বাড়ানো হবে বলেও জানিয়েছে কোম্পানি।
বিয়ে করলেই লোভনীয় বেতন দেওয়া হবে। যেখানে সমস্ত বড় বড় তথ্যপ্রযুক্তি সংস্থা কর্মী সংখ্যা কমানোর পথে হাঁটছে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কর্মীদের ধরে রাখতে এমনই অভিনব প্রস্তাব দিচ্ছে তামিলনা়ড়ুর মাদুরাইয়ের এক তথ্যপ্রযুক্তি সংস্থা।
এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, কর্মীদের জন্য একটি বিশেষ প্যাকেজের প্রস্তাব দিচ্ছে সংস্থাটি। সব কর্মচারীর বছরে দু’বার ৬-৮ শতাংশ বেতন বাড়ানো হবে বলেও জানিয়েছে তারা।
ওই সংস্থায় মোট সাড়ে সাতশো কর্মী। তার মধ্যে ৪০ শতাংশ গত পাঁচ বছর ধরে সংস্থায় কাজ করছেন। ২০০৬ সালে তামিলনাড়ুর শিবকাশীতে প্রথম গড়ে তোলা হয়েছিল সংস্থাটি। ধীরে ধীরে তা বিস্তৃত হয়। শিবকাশী থেকে সংস্থাটি ২০১০ সালে মাদুরাইয়ে স্থানান্তরিত হয়।
গত বছর যখন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিতে বিপুল সংখ্যক কর্মীর ছাঁটাই চলছিল, সেই সময় এই সংস্থা কর্মীদের বেতন দ্বিগুণ করে দিয়েছিল। প্রতি তিন মাস অন্তর বেতন বাড়ানোর প্রতিশ্রুতিও দিয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।