আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ক্ষমতাসীন দল বিজেপির হয়ে নির্বাচনী প্রচার সারছিলেন। কিন্তু এক ঘণ্টা পরই তাঁকে দেখা গেল কংগ্রেসের মঞ্চে। রাহুল গান্ধীর ভাষণ শেষ হতেই মঞ্চে এসে কংগ্রেসে যোগ দিলেন অশোক তানওয়ার। যদিও দলবদল ব্যাপারটা তাঁর কাছে ডালভাত, কারণ গত ৩ বছরে ৩ বার দল পালটেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আগামীকাল শনিবার হরিয়ানায় বিধানসভা নির্বাচন। শেষ সময়ের প্রচারে বৃহস্পতিবার দুপুর একটার দিকে বিজেপির মঞ্চে দাঁড়িয়ে পদ্মশিবিরের প্রার্থীর জন্য ভোট চেয়েছেন সিরসার প্রাক্তন সাংসদ অশোক। এরপর মাত্র এক ঘণ্টার মধ্যেই তিনি পৌঁছে যান কংগ্রেসের নির্বাচনী প্রচারে। সেখানে তখন মঞ্চে ভাষণ দিচ্ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর বক্তৃতা শেষ হতেই মঞ্চে আসেন অশোক।
দল পালটে ফেলে সকলকে চমকে দেওয়াটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন অশোক। গত নভেম্বরে বিজেপিতে যোগ দিয়েছিলেন হরিয়ানার এই নেতা। বিজেপিতে যোগের আগে তিনি ছিলেন আম আদমি পার্টিতে। ২০২১-এর নভেম্বর মাসে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলেও যোগ দেন অশোক। তবে অশোক তানওয়ার রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেন যুব কংগ্রেস থেকে। রাহুল গান্ধীর ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ছিলেন। পরে হরিয়ানা প্রদেশ কংগ্রেস সভাপতিও হন। কিন্তু ভূপেন্দ্র সিং হুডার সঙ্গে মতবিরোধের জেরে কংগ্রেসের মূল স্রোত থেকে ছিটকে যান।
এদিকে হরিয়ানায় ভোট প্রচারের শেষ দুদিনে দেখা যায়নি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। পরিসংখ্যান বলছে, ২০১৪ সালে হরিয়ানার বিধানসভা ভোটে ১০টি এবং ২০১৯ সালে ৭টি জনসভা করেছিলেন মোদি। সেই তুলনায়এ বার করেছেন মাত্র ৪টি।
সাধারণত ভোটের প্রচারে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন মোদি। তবে হরিয়ানার বিধানসভা ভোটে বিজেপি সরকারের গত দশ বছরের কাজ তুলে না ধরে মূলত কংগ্রেসকে আক্রমণ করাকেই প্রচারের অস্ত্র হিসেবে বেছেছিলেন ভারতের প্রধানমন্ত্রী। প্রত্যেকটি সভাতেই কংগ্রেসের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনেছেন। জানিয়েছেন,এক বার ক্ষমতায় এলে কংগ্রেস নিজেদের ভোটব্যাঙ্ককে (মুসলমান) সুরক্ষিত করবে।
হরিয়ানাতে ক্ষমতায় আসার জন্য মরিয়া কংগ্রেসও। সেই রাজ্যে একদফায় নির্বাচন অনুষ্ঠিত হবে ৫ অক্টোবর। ৮ অক্টোবর হবে গণনা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।