আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নূপুর শর্মার পদ স্থগিত এবং তার সহকর্মী নভীন কুমারকে বহিষ্কার করা হয়েছে।
গত সপ্তাহে হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে নভীন কুমার ও নূপুর শর্মার অশালীন মন্তব্য করে ধর্মীয় সহিংসতা উস্কিয়ে দেন বলে অভিযোগ ওঠে। এরপরই তাদের বিরুদ্ধে এ পদক্ষেপ নিল বিজেপি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, এক বিবৃতিতে নুপুর শর্মা ও নভীন কুমারকে বহিষ্কারের কথা জানিয়েছে বিজেপি। বিবৃতিতে বিজেপি বলেছে, যে কোনো ধর্মীয় ব্যক্তির অবমাননা তীব্র নিন্দার। ভারতের কয়েক হাজার বছরের ইতিহাস হলো, এখানে সব ধর্ম প্রস্ফুটিত ও বিকশিত হয়। । ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সব ধর্মীয় ব্যক্তিত্বকে সম্মানের চোখে দেখে। যে কোনো ধর্মের ধর্মীয় ব্যক্তিদের নিয়ে কটূক্তি করাকে বিজেপি তীব্র নিন্দা জানায়।
বিজেপি আরও বলেছে, যদি কেউ কারও ধর্মীয় অনুভূতি নিয়ে অপমানসূচক কথা বলে সেটি বিজেপি কোনভাবেই সমর্থন করে না। বরং তাদের বিরুদ্ধে দলটি। বিজেপি এ ধরনের মানুষ বা তাদের দর্শনকে প্রচার করে না।ভারতীয় সংবিধান প্রত্যেক নাগরিককে তাদের নিজস্ব ধর্ম পালন করার অধিকার দিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।