বিকাশে সহজেই পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করুন

bKash

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সারাদেশে পল্লী বিদ্যুৎ গ্রাহকদের জন্য বিকাশ পে বিল সেবা হয়ে উঠেছে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। এখন গ্রাহকরা যেকোনো সময়, যেকোনো স্থান থেকে সহজেই নিজের বা অন্যের পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারছেন।

bKash

এতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা যেমন নিশ্চিত হয়েছে, তেমনি বিল বকেয়া থাকার পরিমাণও উল্লেখযোগ্যভাবে কমেছে।

একসময় প্রত্যন্ত অঞ্চলের মানুষকে ব্যাংক বা বিদ্যুৎ সমিতির অফিসে লাইনে দাঁড়িয়ে বিল পরিশোধ করতে হতো। কিন্তু এখন বিকাশ অ্যাপ ব্যবহার করে ঘরে বসেই পল্লী বিদ্যুৎ বিল দেওয়া যাচ্ছে।

বিকাশের এই সেবা গ্রাহকদের যেমন সময় বাঁচাচ্ছে, তেমনি প্রতিষ্ঠানগুলোর খরচও কমাচ্ছে। বিকাশ অ্যাকাউন্ট থেকে সরাসরি বিল পরিশোধ করার পাশাপাশি অ্যাপে ডিজিটাল রিসিট সংরক্ষণের সুবিধা রয়েছে। যদি বিকাশ অ্যাকাউন্টে যথেষ্ট টাকা না থাকে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট বা কার্ড থেকে টাকা এনে তাৎক্ষণিক বিল পরিশোধ করা সম্ভব।

পোস্টপেইড ও প্রিপেইড উভয় ধরনের বিলের ক্ষেত্রে গ্রাহক তার তথ্য বিকাশ অ্যাপে সেভ করতে পারেন। ফলে, প্রতি মাসে বারবার তথ্য টাইপ করার প্রয়োজন পড়ে না। অ্যাপে থাকা ‘পে বিল বিবরণী’ ফিচার গ্রাহককে পরিশোধ করা সকল বিলের হিসাব এক জায়গায় দেখার সুযোগ দেয়।

Infinix Note 50: 260MP ক্যামেরার সঙ্গে চমকপ্রদ ফিচার

এদিকে, গ্রাহককে ডিজিটাল বিল পেমেন্টে আরো আগ্রহী করতে ক্যাশব্যাক অফার দিচ্ছে বিকাশ। যেকোনো গ্রাহক প্রথমবার বিকাশ-এ ৫০০ টাকা বা বেশি পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করলেই পাচ্ছেন ২০ টাকা ক্যাশব্যাক। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বিকাশ অ্যাপ বা *২৪৭# ডায়াল করে অফারটি উপভোগ করতে পারবেন গ্রাহকরা। ক্যাম্পেইন চলাকালীন সময় একজন গ্রাহক একবারই এই ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।