জুমবাংলা ডেস্ক : কুমিল্লার চৌদ্দগ্রামে র্যাবের পোশাক পরে মাইক্রোবাসে দুই বিকাশ এজেন্টকে তুলে নিয়ে ২৭ লাখ টাকার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
আজ সোমবার (২৮ অক্টোবর) সকালে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আক্তার উজ জামান বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, গতকাল রবিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার মিরশ্বানী এলাকায় এ ঘটনা ঘটে।
রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে বিএনপির অবস্থান কীরাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে বিএনপির অবস্থান কী চৌদ্দগ্রাম উপজেলা বিকাশের পরিবেশক কুতুবউদ্দিন শাওন বলেন, ‘আমাদের দুইজন বিক্রয় প্রতিনিধি নবু মিয়া ও মহাসিন ২৭ লাখ টাকা নিয়ে প্রাইভেট কারে কুমিল্লার আসার পথে চৌদ্দগ্রামের মিরশ্বানী এলাকায় একটি মাইক্রোবাস গতিরোধ করে। পরে র্যাব পরিচয় দিয়ে আমাদেরকে মাক্রোবাসে তুলে নেয় এবং লুট শেষে কুমিল্লার চান্দিনা এলাকায় ফেলে দেয়। এ ঘটনায় আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।’
চৌদ্দগ্রাম থানার ওসি আক্তার উজ জামান বলেন, ‘ছিনতাইয়ের বিষয়ে বিকাশের দুইজন লোক থানায় এসেছে। তবে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেব।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।