জুমবাংলা ডেস্ক : বিকাশের ১০ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সবাইকে ৮ হাজার টাকা বোনাস দেওয়া হচ্ছে—সম্প্রতি এমন একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পোস্টের সঙ্গে থাকা একটি লিংকে ঢুকে ফর্ম পূরণ করে বোনাস নেওয়ার আহ্বান জানানো হচ্ছে ব্যবহারকারীদের। তবে এটি পুরোপুরি ভুয়া ও প্রতারণামূলক বলে নিশ্চিত করেছে বিকাশ কর্তৃপক্ষ।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে উঠে এসেছে, এই প্রচারণায় ব্যবহৃত ওয়েবসাইটটি বিকাশের নয়। সাইটটিতে প্রবেশ করলে প্রথমেই দেখায়, “বিকাশ-এর ১০ বছর পূর্তিতে পাচ্ছেন ৮,০০০ টাকার নিশ্চিত বোনাস! এখনই ফর্ম পূরণ করুন এবং পেয়ে যান এই আনন্দঘন পুরস্কার।” এর পরেই ব্যবহারকারীদের কাছে বিকাশ নম্বর ও পিন চাওয়া হয়।
গভীর পর্যবেক্ষণে দেখা যায়, ভুয়া নম্বর ও পিন দিয়েও পরবর্তী ধাপে যাওয়া যায় এবং তা নিয়ে যায় ‘Jamal Enterprise’ নামে একটি মার্চেন্ট পেমেন্ট গেটওয়েতে। অর্থাৎ, এই পদ্ধতির মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে তাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে অর্থ চুরি করার ফাঁদ পাতা হয়েছে।
এ বিষয়ে বিকাশ কাস্টমার কেয়ার প্রতিনিধি আয়মান বলেন, “এই তথ্যটি সম্পূর্ণ ভুল এবং বিভ্রান্তিকর। কেউ যেন এই ধরনের পোস্ট বা লিংকে ক্লিক না করেন। আপনার বিকাশ পিন বা লেনদেন সংক্রান্ত তথ্য কাউকে জানালে আপনার একাউন্ট ঝুঁকিতে পড়তে পারে।”
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে কোনো প্রামাণ্য গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে এমন বোনাস প্রদানের কোনো ঘোষণার তথ্য পাওয়া যায়নি। বিকাশের নিজস্ব ওয়েবসাইট বা অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এমন কোনো বার্তা নেই।
বিকাশ কখনো গ্রাহকদের ব্যক্তিগত তথ্য বা পিন অনলাইন ফর্মে চায় না
সন্দেহজনক লিংক বা প্রলোভনমূলক অফার দেখলে তাতে ক্লিক করবেন না
এমন পোস্টের স্ক্রিনশট ও লিংক সরাসরি রিপোর্ট করুন বিকাশে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে
বলা যায়—বিকাশের ১০ বছর পূর্তিতে ৮ হাজার টাকার বোনাস দেওয়ার যে দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও প্রতারকচক্রের তৈরি করা ফাঁদ। সচেতন থাকুন, নিরাপদ থাকুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।