বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বর্তমানে আমাদের দেশে বিকাশ একটি জনপ্রিয় ব্যবসা। দেশের অনেকেই এখন বিকাশ এজেন্ট ব্যবসা করে টাকা আয় করছেন। আপনি যদি আপনার দোকানে বিকাশ এজেন্ট নিতে চান তাহলে আপনি দুই ভাবে এজেন্ট হতে পারবেন। বিকাশ একাউন্ট নেই এমন একটি সিম কার্ড নিয়ে আপনি বিকাশের ওয়েবসাইট থেকে আবেদন করে কিংবা ডিস্ট্রিবিউটর অফিস থেকে আবেদন করে বিকাশ এজেন্ট হতে পারেন। চলুন জেনে নেয়া যাক কীভাবে বিকাশ এজেন্ট ব্যবসা করা যায় এবং এই ব্যবসার যাবতীয় খুঁটিনাটির বিস্তারিত-
স্থান নির্বাচন
বিকাশ ব্যবসা সঠিক উপায়ে করতে গেলে কিছু বিষয় মাথায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। বিকাশ ব্যবসা করার জন্য সঠিক স্থান নির্ধারণ করা খুবই দরকারী। যেসব স্থানে লোক সমাগম বেশি সেসব জায়গাতেই বিকাশ ব্যবসা করা বুদ্ধিমানের কাজ। সেক্ষেত্রে হাট-বাজার, শপিংমল, বাসস্ট্যান্ড ইত্যাদি জায়গা বিকাশ ব্যবসার জন্য আর্দশ। এছাড়াও অনেকে ব্যস্ততম নানা সড়কের পাশে কিংবা নিজস্ব ব্যবসার পাশাপাশি বিকাশ ব্যবসা করে ভালো আয় করে লাভবান হচ্ছেন।
মূলধনের পরিমাণ
বিকাশ ব্যবসা করতে গেলে তেমন মুলধনেরও প্রয়োজন হয় না। ৫০ হাজার থেকে ১ লাখ টাকার মধ্যে এই ব্যবসা করা যায়। তবে দোকানের অবস্থান এবং সাজসজ্জায় ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে। আবার এলাকাভেদে দোকানের অবস্থান বা সাজসজ্জার হিসেবে এই খরচের তারতম্য হতে পারে।
বিকাশ ব্যবসা করতে প্রয়োজনীয় কাগজপত্র
যে কোন ব্যবসার শুরুতেই প্রয়োজন দেশের সরকার কর্তৃক প্রদানকৃত বৈধ কাগজপত্র। ঠিক তেমনি বিকাশ ব্যবসাতেও প্রয়োজন নির্দিষ্ট কিছু কাগজপত্র।
বিকাশ ব্যবসায় যেসকল কাগজপত্র প্রয়োজন :
১) আপনার প্রতিষ্ঠানের বৈধ ট্রেড লাইসেন্স।
২) যিনি বা যার নামে ট্রেড লাইসেন্স রয়েছে তার ৩ কপি ছবি।
৩) জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
৪) টিন সার্টিফিকেট এর ফটোকপি।
৫) বিকাশ একাউন্ট করার জন্য একটি সক্রিয় সিমকার্ড।
৬) এবং সর্বশেষ আপনার দোকানের সিল।
এই সব কাগজপত্র ঠিকভাবে জমা করার পর বিকাশ অথোরিটি যদি আপনাকে এজেন্ট হওয়ার উপযুক্ত মনে করে তারা আপনাকে ট্রেনিং-এ ডাকবেন। ট্রেনিং-এর তারিখ থেকে পরবর্তী পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে আপনার বিকাশ এজেন্ট সিমটি লেনদেনের জন্য চালু করে দেয়া হবে।
এক্ষেত্রে যদি আপনি বিকাশ ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্যাদি দেন, তবে বিকাশ আপনাকে রেজিস্ট্রেশন করে দেবে এবং প্রয়োজনীয় কাগজপত্র বিকাশ ডিস্ট্রিবিউটর অফিসে জমা দিলে তারা যাচাই-বাছাই করে আপনাকে এজেন্ট সিম দেয়ার উপযুক্ত মনে হলে তখন তারা এজেন্ট দিয়ে দেবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।