জুমবাংলা ডেস্ক : ব্যাংক থেকে বিকাশ অ্যাকাউন্টে ‘অ্যাড মানি’ বা টাকা পাঠানোর সুবিধায় যুক্ত হল আমেরিকান এক্সপ্রেস (অ্যামেক্স) ও সিটিম্যাক্স কার্ড।
গ্রাহকরা এখন বাংলাদেশে ইস্যু করা যে কোনো অ্যামেক্স, সিটিম্যাক্সের ক্রেডিট, ডেবিট ও প্রি-পেইড কার্ড থেকে খুব সহজেই বিকাশ অ্যাকাউন্টে ‘অ্যাড মানি’ করতে পারবেন বলে শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে বিকাশ।
সম্প্রতি সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সেবাটির উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী আজিজুর রহমান, ডিএমডি ও হেড অব রিটেইল ব্যাংকিং অরূপ হায়দার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানি বিকাশের অ্যাড মানি সেবায় অ্যামেক্স যুক্ত হওয়ায় ৬ লাখের বেশি মার্চেন্ট পয়েন্টে কেনাকাটার অর্থ পরিশোধ করতে পারবেন গ্রাহকরা।
পাশাপাশি অ্যামেক্স গ্রাহকরা সেন্ড মানি, ইউটিলিটি বিল পরিশোধ, মোবাইল রিচার্জ, স্কুল-কলেজের বেতন পরিশোধ, টিকেট কেনা, বিভিন্ন ধরনের সরকারি সেবার ফি প্রদান, অনুদান পাঠানো, বীমার প্রিমিয়াম পরিশোধ, সঞ্চয়সহ প্রায় সব আর্থিক লেনদেন করার সুযোগ পাবেন।
যেভাবে যুক্ত হওয়া যাবে
অ্যামেক্স, সিটিম্যাক্সের ডেবিট ও প্রি-পেইড কার্ড থেকে কোনো চার্জ ছাড়াই বিকাশে ‘অ্যাড মানি’ করা যাবে। তবে ক্রেডিট কার্ড থেকে অ্যাড মানি করার ক্ষেত্রে প্রতিবার ১% সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।
অ্যামেক্স, সিটিম্যাক্স কার্ড থেকে অ্যাড মানি করার জন্য বিকাশ অ্যাপের অ্যাড মানি অপশন থেকে কার্ড টু বিকাশ এ ট্যাপ করে আমেরিকান এক্সপ্রেস আইকনটি নির্বাচন করতে হবে। এরপর প্রাপকের নিজের অথবা অন্য কারও বিকাশ অ্যাকাউন্ট নম্বর নির্বাচন করে টাকার পরিমাণ বসিয়ে পরের ধাপে যেতে হবে।
এরপর অ্যামেক্স কার্ডের তথ্য, ওটিপি ও বিকাশ পিন নম্বর দিয়ে প্রক্রিয়াটি সম্পন্ন করলেই সঙ্গে সঙ্গে টাকা বিকাশ অ্যাকাউন্টে চলে আসবে। গ্রাহক চাইলে পরে লেনদেনের জন্য এক বা একাধিক অ্যামেক্স কার্ডের তথ্য বিকাশ অ্যাপে সংরক্ষণ করে রাখতে পারবেন।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.