বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ৩০ দিনের প্যাকে ধামাকা অফার, বিকাশ থেকে গ্রামীণফোনে সর্বোচ্চ রিচার্জে! এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে হলে গ্রাহককে যেকোনো গ্রামীণফোন নাম্বারে (প্রিপেইড, পোস্টপেইড নাম্বারে) সর্বোচ্চ অ্যামাউন্ট রিচার্জ বিকাশ করতে হবে। যেকোনো গ্রামীণফোন নাম্বারে ৩০ দিনের প্যাক রিচার্জ করে সর্বোচ্চ অ্যামাউন্টের ভিত্তিতে প্রতিদিন শীর্ষ ৩ জন বিকাশ গ্রাহক পাবেন ২০,০০০ টাকা মূল্যের স্মার্টফোন কুপন এবং সপ্তাহজুড়ে শীর্ষ রিচার্জকারী বিকাশ গ্রাহক মেগা বিজয়ী হিসেবে পেয়ে যাবেন ১,৪০,০০০ টাকা মূল্যের বাইক কুপন।
অফারের মেয়াদ : ১৪ থেকে ২০ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত
অফারের বিস্তারিত : ডেইলি প্রাইজ অফারের বিস্তারিত
– যেকোনো গ্রামীণফোন নাম্বারে ৩০ দিনের প্যাক রিচার্জ করে সর্বোচ্চ অ্যামাউন্টের ভিত্তিতে প্রতিদিন শীর্ষ ৩ জন রিচার্জকারী বিকাশ গ্রাহক বিজয়ী হিসেবে নির্বাচিত হবেন এবং ২০,০০০ টাকা সমপরিমাণের স্মার্টফোন কুপন পাবেন।
– অফারটি যেকোনো গ্রামীণফোন নাম্বারের জন্য প্রযোজ্য (প্রি-পেইড, পোস্টপেইড)।
– প্রতিদিন প্রথম ৩ জন সর্বোচ্চ রিচার্জকারী পাবেন ১টি করে স্মার্টফোন কুপন । অফার চলাকালীন একজন গ্রাহক সর্বোচ্চ ১ বার স্মার্টফোন কুপন পাবেন।
– স্মার্টফোন কুপন পাওয়ার ২৯ দিন পর্যন্ত কুপনটি ব্যবহারের মেয়াদ থাকবে।
– স্মার্টফোন কুপন ব্যবহার করতে হলে ন্যূনতম ২০,০০১ টাকা পেমেন্ট করতে হবে। এক্ষেত্রে ১ বার লেনদেন করতে হবে।
মেগা প্রাইজ অফারের বিস্তারিত : যেকোনো গ্রামীণফোন নাম্বারে ৩০ দিনের প্যাক রিচার্জ করে সর্বোচ্চ অ্যামাউন্টের ভিত্তিতে সপ্তাহজুড়ে শীর্ষ রিচার্জকারী বিকাশ গ্রাহক বিজয়ী হিসেবে নির্বাচিত হবেন এবং ১,৪০,০০০ টাকা সমপরিমাণের বাইক কুপন পাবেন।
– অফারটি যেকোনো গ্রামীণফোন নাম্বারের জন্য প্রযোজ্য (প্রি-পেইড, পোস্টপেইড)।
– অফার শেষে শুধুমাত্র একজন গ্রাহক বাইক কুপনটি পাবেন।
– বাইক কুপন পাওয়ার ২৯ দিন পর্যন্ত কুপনটি ব্যবহারের মেয়াদ থাকবে।
– গ্রাহকেরা সর্বমোট ৬টি কুপন পাবেন, যদিও এক্ষেত্রে গ্রাহককে ন্যূনতম ২৫,০০১ টাকা মূল্যের ৫টি পেমেন্ট এবং ন্যূনতম ১৫,০০১ টাকা মূল্যের ১টি পেমেন্ট করতে হবে।
৩০ দিনের নিম্নলিখিত প্যাকগুলো রিচার্জ করে গ্রাহক অফারগুলো উপভোগ করতে পারবেন।
গ্রামীণফোন প্রিপেইড বা পোস্টপেইড বা নাম্বারে-
– ৳৯৭ রিচার্জে ৫১২ এমবি (বোনাসসহ), মেয়াদ ৩০ দিন
– ৳১০৯ রিচার্জে ৳১.১/মিনিট (ভ্যাট, শুল্ক ও কর ব্যতীত) + ৩০ দিনের Xplore (প্রিপেইড ও পোস্টপেইড), মেয়াদ ৩০ দিন
– ৳১২৪ রিচার্জে ৬৯ পয়সা/মিনিট (ভ্যাট, শুল্ক ও কর ব্যতীত) + ৩০ দিনের Xplore (প্রিপেইড ও পোস্টপেইড) মেয়াদ ৩০ দিন
– ৳১৮৯ রিচার্জে ৩ জিবি (Chorki + Hoichoi + Bioscope অ্যাক্সেস), মেয়াদ ৩০ দিন
– ৳২১৮ রিচার্জে ৩০০ মিনিট + ২৫৬ এমবি, মেয়াদ ৩০ দিন
– ৳২২৮ রিচার্জে ৬ জিবি (SonyLiv + Tsports + Bioscope অ্যাক্সেস), মেয়াদ ৩০ দিন
– ৳২৪৮ রিচার্জে ৩৫০ মিনিট, মেয়াদ ৩০ দিন
– ৳২৮৮ রিচার্জে ৩৭৫ মিনিট, মেয়াদ ৩০ দিন
– ৳২৯৮ রিচার্জে ৫ জিবি, মেয়াদ ৩০ দিন
– ৳২৯৯ রিচার্জে ৪৫০ মিনিট মেয়াদ ৩০ দিন
– ৳৩১৮ রিচার্জে ৫০০ মিনিট, মেয়াদ ৩০ দিন
– ৳৩৪৮ রিচার্জে ৫৫০ মিনিট, মেয়াদ ৩০ দিন
– ৳৩৫৮ রিচার্জে ১০ জিবি (Hoichoi + Chorki + Bioscope + iscreen + SonyLiv + Tsports অ্যাক্সেস), মেয়াদ ৩০ দিন
– ৳৩৯৭ রিচার্জে ২৫০ মিনিট + ৬ জিবি (বোনাসসহ), মেয়াদ ৩০ দিন
– ৳৩৯৮ রিচার্জে ৬৫০ মিনিট, মেয়াদ ৩০ দিন
– ৳৩৯৯ রিচার্জে ১০ জিবি, মেয়াদ ৩০ দিন
– ৳৪৮৮ রিচার্জে ৮০০ মিনিট, মেয়াদ ৩০ দিন
– ৳৪৯৮ রিচার্জে ৩৫০ মিনিট + ১০ জিবি (বোনাসসহ), মেয়াদ ৩০ দিন
– ৳৪৯৯ রিচার্জে ২০ জিবি, মেয়াদ ৩০ দিন
– ৳৫৯৯ রিচার্জে ৩৫ জিবি, মেয়াদ ৩০ দিন
– ৳৬৩৯ রিচার্জে ১০৫০ মিনিট, মেয়াদ ৩০ দিন
– ৳৬৯৮ রিচার্জে ৫০ জিবি, মেয়াদ ৩০ দিন
– ৳৭৯৯ রিচার্জে ৭০০ মিনিট + ৩০ জিবি (বোনাসসহ), মেয়াদ ৩০ দিন
– ৳৮৯৯ রিচার্জে ১৪৯৯ মিনিট, মেয়াদ ৩০ দিন
– ৳৯৯৮ রিচার্জে ১৬০০ মিনিট + ৫০ জিবি (বোনাসসহ) + ৫০০ এসএমএস, মেয়াদ ৩০ দিন
– ৳১৯৯৯ রিচার্জে ২৫০০ মিনিট + ১০০ জিবি, মেয়াদ ৩০ দিন (শুধুমাত্র পোস্টপেইড)
শর্তাবলি
* বিকাশ অ্যাপ ও *247# ডায়াল করে অফারগুলো উপভোগ করা যাবে।
* সচল একাউন্ট স্ট্যাটাস ও পর্যাপ্ত ব্যালেন্স থাকা সাপেক্ষে যেকোনো বিকাশ গ্রাহক নিজ একাউন্ট থেকে যেকোনো গ্রামীণফোন নাম্বারে মোবাইল রিচার্জ করে অফারগুলো উপভোগ করতে পারবেন।
* অফারগুলো উপভোগ করতে, গ্রাহকের একাউন্ট স্ট্যাটাস ও ইনকামিং লেনদেন অবশ্যই সচল থাকতে হবে। যদি গ্রাহকের একাউন্ট স্ট্যাটাস ইস্যুজনিত কারণে পুরস্কার বিতরণ ব্যর্থ হয়, তবে গ্রাহক আর অফারগুলো পাবেন না।
* যদি একদিনে বা সম্পূর্ণ ক্যাম্পেইনে ২ জনের বেশি গ্রাহক একই অ্যামাউন্টের সর্বোচ্চ রিচার্জ করেন তবে স্বয়ংক্রিয়ভাবে একজন বিজয়ী নির্বাচিত হবেন।
* বাইক কুপনটি পাওয়ার জন্য নির্বাচিত বিজয়ীকে এই ক্যাম্পেইনের সাথে যুক্ত নির্দিষ্ট বাইক শোরুম থেকে কুপনটি সংগ্রহ করতে হবে।
* বিকাশ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনো উপায়ে ক্যাম্পেইনের নিয়ম ও শর্তাবলি, পরিবর্তন/সংশোধন বা যেকোনো সময় সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
* কোনো নির্দিষ্ট লেনদেন এবং/অথবা গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি এমন কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক ক্যাম্পেইন সুবিধার অপব্যবহার করেছেন, সেক্ষেত্রে বিকাশ গ্রাহকের কুপন সুবিধা বাতিলের অধিকার সংরক্ষণ করে।
* যদি মার্চেন্ট কোনো পণ্যের প্রাপ্যতা ও ডেলিভারি নিশ্চিত করতে না পারে, সেক্ষেত্রে বিকাশ তার দায়ভার নেবে না, বিকাশ কেবল গ্রাহকের কাছে পেমেন্ট সেবা সরবরাহ করে। মার্চেন্ট গ্রাহককে কোনো পণ্য সঠিকভাবে ডেলিভারি করতে না পারার কারণে যদি মূল্য ফেরত দেয় তাহলে বিকাশ ঐ নির্দিষ্ট লেনদেনের জন্য গ্রাহকের অফার লিমিট পুনর্বহাল করতে বাধ্য নয়। গ্রাহক অফারগুলো গ্রহণ করেছেন বলে ধরে নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।