জুমবাংলা ডেস্ক : প্রতি সপ্তাহে অথবা মাসে ২৫০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত নির্দিষ্ট মেয়াদে সঞ্চয় করা যাবে এই সেবার আওতায়।
বিকাশ অ্যাপের মাধ্যমে নির্দিষ্ট কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে টাকা জমানোর সুযোগ মিলছে এবার; তাতে মিলবে মুনাফাও।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানিয়েছে, কোনো কাগজপত্রের ঝামেলা ছাড়াই ব্র্যাক ব্যাংক লিমিটেড, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড, ঢাকা ব্যাংক লিমিটেড ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডে প্রতি সপ্তাহে অথবা মাসে ২৫০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত নির্দিষ্ট মেয়াদে সঞ্চয় করা যাবে।
সেজন্য গ্রাহকের কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে না। মেয়াদ শেষে মুনাফাসহ টাকা ক্যাশ আউট করা যাবে কোনো চার্জ ছাড়াই।
নতুন সেবার আওতায় বিকাশ গ্রাহকরা সাপ্তাহিক ২৫০, ৫০০, ১০০০, ২০০০, এবং ৫০০০ টাকা কিস্তিতে ৬ মাস অথবা ১২ মাস মেয়াদে আইডিএলসি, ব্র্যাক ব্যাংক এবং ঢাকা ব্যাংকে জমা করতে পারবেন। ব্যাংকগুলোর দেওয়া তুলনামূলক মুনাফার হারের তথ্যও বিকাশ অ্যাপে দেখা যাবে।
নতুন সেভিংস খুলতে বিকাশ অ্যাপের হোমস্ক্রিন থেকে ‘সেভিংস’ আইকনে ট্যাপ করে ‘নতুন সেভিংস খুলুন’-এ ট্যাপ করতে হবে। সেভিংসের ধরন থেকে ‘সাধারণ সেভিংস’ বেছে নিয়ে সেভিংসটি কেনো খুলতে চান সেটি বাছাই করতে হবে।
এরপর সেভিংসের মেয়াদ ৬ মাস বা ১২ মাস, জমার ধরন (সাপ্তাহিক) এবং প্রতি মাসে যে পরিমাণ টাকা জমাতে ইচ্ছুক ২৫০, ৫০০, ১০০০, ২০০০, বা ৫০০০ নির্বাচন করতে হবে।
পরের ধাপে আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংকের তালিকা থেকে পছন্দ অনুযায়ী আইডিএলসি ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক বা ঢাকা ব্যাংক নির্বাচন করতে হবে। এরপর সেভিংসের নমিনি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য দিতে হবে।
সেভিংসের বিস্তারিত দেখে এবং নিয়ম ও শর্তাবলি পড়ে ও বুঝে সম্মতি দিতে হবে। সবশেষে বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বর দিয়ে স্ক্রিনের নিচের অংশ ট্যাপ করে ধরে রাখলেই সেভিংসের আবেদন সম্পন্ন হবে। প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন হলে বিকাশ ও ব্যাংক থেকে চলে আসবে নিশ্চিতকরণ মেসেজ। বিকাশ অ্যাপ থেকে একাধিক সেভিংস খুলতে পারবেন একজন গ্রাহক।
বিকাশ অ্যাকাউন্টে প্রয়োজনীয় ব্যালেন্স থাকলে নির্দিষ্ট তারিখে স্বয়ংক্রিয়ভাবে সেভিংসের টাকা কেটে নেওয়া হবে। সেভিংসের মেয়াদ পূর্ণ হয়ে যাওয়ার পর বিকাশ অ্যাপেই মুনাফাসহ মূল টাকা পেয়ে যাবেন গ্রাহক।
৩০৮ জন মহিলার মধ্যে যে ৬ জন নায়িকাও সঞ্জয় দত্তের সাথে শুয়েছিলেন
এছাড়া কোনো খরচ ছাড়াই ক্যাশ আউট করা যাবে যে কোনো বিকাশ এজেন্ট পয়েন্ট বা নির্দিষ্ট ব্যাংকের এটিএম থেকে। জরুরি প্রয়োজনে মেয়াদ শেষ হওয়ার আগেই সেভিংস সেবা বন্ধ করতে চাইলে গ্রাহক বিকাশ অ্যাপ থেকেই তা করতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।