জুমবাংলা ডেস্ক : ঢাকার সাভারে বিকাশের ২৪ লাখ ৩৩ হাজার টাকা নিয়ে উধাও নাজমুল হোসেন (৩৭) নামের এক বিকাশ ডিস্ট্রিবিউটর সেলস অফিসার (ডিএসও)। এ বিষয়ে সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস ছামাদ মল্লিক।
অভিযুক্ত নাজমুল হোসেন (৩৭) সাভারের ছায়াবিথী এলাকার মো. নুরুল আমিনের ছেলে। তিনি বিকাশের অথোরাইজড ডিস্ট্রিবিউটর নায়ফা ট্রেড বিডির একজন সেলস অফিসার (এসও) হিসেবে কর্মরত ছিলেন।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত ডিএসও গত ৭ ফেব্রুয়ারি সকালে ডিস্ট্রিবিউটর অফিসে এসে এজেন্টদের সার্ভিস দেওয়ার কথা বলে ৩ লক্ষ টাকা নিয়ে অফিস থেকে মার্কেটের উদ্দেশ্যে বের হয়। পরে দুপুরে ফোন করে অফিস কর্তৃপক্ষকে জানায় তার আরও কিছু টাকা দরকার। পরে অফিস কতৃপক্ষ তাদের নিজ গাড়িতে করে তাকে আরও ২১ লক্ষ ৩৩ হাজার টাকা পৌঁছে দেন।
পরবর্তীতে সে সময়মতো অফিসে না আসলে ডিস্ট্রিবিউট অফিস কতৃপক্ষ তার সাথে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোন বন্ধ পায়। পরে এ ঘটনায় নায়ফা ট্রেড বিডির একজন কর্মকর্তা বাদী হয়ে সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস ছামাদ মল্লিক বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছিলাম। পরে তা এসআই মেহেদী হাসানের নিকট হস্তান্তর করা হয়েছে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, অভিযোগের বিষয়টি শুনেছি। তবে অভিযোগের কপিটা এখনো হাতে পাইনি। তবে অভিযোগকারীদের ডাকা হয়েছে। তাদের সাথে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।