বিনোদন ডেস্ক : সম্প্রতি ইনস্টাগ্রামে কালো শাড়িতে ইশা সাহা ছবি শেয়ার করেছেন। পছন্দের কালো বেনারসিতে চমৎকার দেখাচ্ছে ইশা সাহাকে। ইশার কালো বেনারসিতে রুপোলি জরির কারুকার্য করা রয়েছে। চমৎকার দেখাচ্ছে তাঁকে। ইশা সাহার থেকে কোনওভাবেই চোখ ফেরানো যাচ্ছে না। সব মিলিয়ে তাঁর এই লুক অসাধারণ। কেমন ছিল ইশা সাহার সাজ? ঠিক কতটা সুন্দর দেখাচ্ছিল ইশাকে, চলুন দেখে নেওয়া যাক… সঙ্গে নোট করবেন ফ্যাশনের খুঁটিনাটিও।
ইশা সাহার অনুরাগীর সংখ্যা কিন্তু কম নয়! কয়েক বছরেই ইন্ডাস্ট্রিতে যেভাবে সাড়া ফেলেছেন তিনি, তার প্রশংসা তো করতেই হয়। আর সে জন্যই তো, তাঁর অভিনয় দক্ষতার জন্য যথেষ্ট প্রশংসা করা হয়। বেশ কয়েকটি ছবির পাশাপাশি ওয়েব সিরিজেও কামাল করেছেন তিনি। তবে ইশাকে সত্যিকারের ফ্যাশনিস্তা বললেও কম বলা হবে। কারণ, তাঁর স্টাইলিং সত্যিই অসাধারণ। তাই আমরা প্রশংসা করলেও যেন সেটা ইশা সাহার জন্যে কম। কখনও শাড়ির সঙ্গে জিন্স পরে তাক লাগিয়েছেন তিনি।
আবার কখনও সুন্দর বেনারসির সাজে তিনি নজর কেড়েছেন। ইনস্টাগ্রামে কিছুদিন আগেই শেয়ার করেছেন একটি লুকের ছবি। সেই মায়াময় চোখে হারিয়েছেন সবাই। কালো বেনারসিতে নজর কেড়েছেন ইশা। অপূর্ব লাগছিল তাঁকে, তাঁর দিক থেকে চোখ ফেরানো যায় না।
শাড়ি যে ইশা সাহার যথেষ্ট প্রিয়, তা তাঁর ইনস্টাগ্রাম টাইমলাইন দেখলেই বোঝা যায়। নানা সময়ে নানা ভাবে শাড়ি ড্রেপ করেছেন তিনি। কখনও আটপৌরেভাবে ড্রেপ করেছেন শাড়ি। আবার কখনও ট্র্যাডিশনাল ড্রেপিংয়েই নজর কেড়েছেন। জিন্সের সঙ্গেও শাড়ি পরে তাক লাগিয়েছেন ইশা।
কখনও কেপ জ্যাকেটের সাহায্যে করেছেন ড্রেপিং। এবারও শাড়িতেই নিজের সৌন্দর্য ফ্লন্ট করলেন। তবে এবার খাস বেনারসিতে নজর কাড়লেন ইশা। কালো রঙের বেনারসিতে ইশাকে এতটাই চমৎকার দেখতে লাগছিল যে, তাঁর দিক থেকে তো চোখ ফেরানোই যাচ্ছিল না।
একটি কালো রঙের বেনারসি শাড়ি পরেছিলেন। আর এই বেনারসি শাড়িটি এতটাই সুন্দর ছিল যে, তার প্রশংসা আমরা যতই করি ততই যেন কম। যাই হোক, বেনারসিতে একটি রয়্যাল টাচ সব সময়ই থাকে। আর ইশার শাড়িতেও তার কমতি ছিল না। রয়্যাল টাচে কী অপূর্ব ছিল এই বেনারসির সাজ।
বেনারসিতে রুপোলি জরির কাজ করা ছিল। সম্পূর্ণ বেনারসিতেই ছোট ছোট ফ্লোরাল মোটিফ ফুটিয়ে তোলা হয়েছিল। রুপোলি জরি দিয়ে ফুল ও পাতার নকশা ছিল সম্পূর্ণ কালো বেনারসিতে। বেনারসির কালো রঙের সঙ্গে রুপোলি জরি একটি কনট্রাস্ট তৈরি করেছিল। যে কনট্রাস্টটি সব সময়ই সুন্দর ও প্রশংসা করার মতো।
খাস বেনারসে বোনা হয়েছে এই বেনারসি। C O L O R O S O ক্লোদিং স্টোর-এর বিশেষ কালেকশন এই বেনারসি শাড়ি। আহা, সত্যিই চোখ ফেরানো দায়। সম্পূর্ণ হাতে বোনা হয়েছে এই বেনারসি। তা ডিজাইনারের তরফেও উল্লেখ করা হয়েছে। ইশার এই শাড়িকে বলে কাধুয়া বেনারসি।
এটি বেনারসের সবথেকে সফিস্টেকেটেড এবং জটিল হ্যান্ডলুম উইভিং স্টাইল। এই বেনারসির ফ্যাব্রিক বেশি যত্ন করে তৈরি করা হয়। রেশমের সাহায্য়েই তৈরি করা হয়। বেশি যত্ন নেন শিল্পীরা। খুব যত্ন করে হাতে বোনা হয় এই ধরনের শাড়ি। ইশার বেনারসিটিও এই ধরনেরই।
এই সম্পূর্ণ শাড়িতেই ফ্লোরাল মোটিফকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। শাড়ির জমিনের পাশাপাশি আঁচলেও এই মোটিফকে ফুটিয়ে তোলা হয়েছে। ছোট ছোট ফুলের ঠাসা কাজ রয়েছে আঁচলে। আর সবথেকে বেশি সুন্দর যেন এই শাড়ির পাড়। সরু মিষ্টি একটি পাড় রয়েছে এই শাড়িতে। চোখ ফেরানো দায়!
এই শাড়ির কালো রঙের সঙ্গে ব্লাউজেও মনোটোন ধরে রেখেছেন অভিনেত্রী। কাট আউট স্লিভ রয়েছে ব্লাউজে। সঙ্গে ডিপ নেকলাইন আলাদা করে নজর কাড়ছে। যদিও নেকলাইন সেভাবে রিভিল করেননি ইশা।
আপনি সুন্দর করে সাজতে পারেন ইশার মতোই। ইশা সাহা এই বেনারসি সাজের সঙ্গে চুল খোলাই রেখেছেন। আই মেকআপও করেছেন দারুণ। কারণ, বরাবরই নিজের আই মেকআপে জোর দেন ইশা। ডিউই ফাউন্ডেশন দিয়ে বেস তৈরি করেছেন। খুব সুন্দর দেখতে লাগছে তাঁকে। আর গলায় সুন্দর নেকপিস পরেছেন ইশা।
স্নেহার নতুন ঘাম ঝরানো ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না
আপনিও চাইলে সাজতে পারেন ইশা সাহার মতোই। এরকম কালো বেনারসি কিন্তু এখন বেশ ট্রেন্ডিং! বেনারসির ধরাবাঁধা কিছু রঙের পরিবর্তে অন্যান্য রঙ এখন গুরুত্ব পাচ্ছে। সাদা-কালো বেনারসিতে মজছেন অনেকেই। ইশার মতো একটি কালো-রুপোলি বেনারসি আপনিও বেছে নিতে পারেন। সেই শাড়িতে খুব ভালো দেখতে লাগবে আপনাকেও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।