জুমবাংলা ডেস্ক : গত ৪ জুন ‘সন্তানের মতই বড় হয়েছে কালো মানিক’ এই শিরোনামে সময় সংবাদে খবর প্রচার হয়। এরপর থেকেই কালো মানিককে দেখার জন্য দূর দূরান্ত থেকে ভিড় বাড়তে শুরু করেছিল তার মালিকের বাড়িতে।
কালো মানিককে কেনার জন্য অনেকে বাড়িতে এলেও ন্যায্য দাম না মিলায় বিক্রি হচ্ছিল না। পরে স্থানীয়দের পরামর্শে গত ১৩ জুন ঢাকার একটি পশুর হাটে তোলা হয় কালো মানিককে। পরে রোববার (১৬ জুন) দুপুরে ঢাকার স্থানীয় এক ব্যবসায়ী সাড়ে ৯ লাখ টাকায় কালো মানিককে কিনে নেন।
এ বিষয়ে জানতে চাইলে কালো মানিকের মালিক হারুন মুন্সী বলেন, গরুটি আমি বাড়িতেই বিক্রি করতে চেয়েছিলাম। তবে কেউ ন্যায্য দাম না বলায় বাড়িতে বিক্রি করতে পারিনি। পরে স্থানীয়দের পরামর্শে আমি গরুটি ঢাকায় নিয়ে আসি। দুই দিনে তেমন কেউ ন্যায্যমূল্য না বলায় আমি বিক্রি করিনি। আজ দুপুরে আমার কাছ থেকে ঢাকার একজন ব্যবসায়ী সাড়ে ৯ লাখ টাকায় কালো মানিককে কিনে নেন।
হারুন মুন্সীর মতে, তিনি ন্যায্য দাম পেয়েছেন। তবে দীর্ঘদিন সন্তানের মতো লালন করা কালো মানিককে বিক্রি করে কিছুটা মনোকষ্টে ভুগছেন তিনি।
কালো মানিকের মালিক হারুন মুন্সীর বাড়ি শরীয়তপুর সদর উপজেলার পালং ইউনিয়নের দাতরা গ্রামে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।