জুমবাংলা ডেস্ক : দুধের রং সাধারণত সাদা রঙের হয়ে থাকে। তবে বেশ কিছু প্রাণী দুধের রংও আলাদা যেমন গোলাপী, নীলাভ আবার কোন কোন ক্ষেত্রে হলুদ রংয়েরও হয়। তবে এরই মধ্যে এমন একটি প্রাণী রয়েছে যার দুধের রং কালো। আপনি কি জানেন সেই প্রাণীর নাম? এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল এক নজরে দেখে নিন।
১) প্রশ্নঃ বর্তমান ইরাক (Iraq) দেশটির পূর্ব নাম কি ছিল?
উত্তরঃ পারস্য দেশটির বর্তমান নাম ইরাক।
২) প্রশ্নঃ বিশ্বের কোন অঞ্চলে গত ৪০০ বছরে একফোঁটাও বৃষ্টিপাত হয়নি?
উত্তরঃ চিলির আটাকামা (Atacama) মরুভূমিতে গত ৪০০ বছরে একফোঁটাও বৃষ্টিপাত হয়নি।
৩) প্রশ্নঃ ভারতের কোন শহরটি মাত্র ২৪ ঘন্টার জন্য রাজধানী হয়েছিল?
উত্তরঃ ১৮৫৮ সালে এলাহাবাদ (Allahabad) শহরটি ২৪ ঘন্টা জন্য রাজধানী হয়েছিল। যার বর্তমান নাম প্রয়াগরাজ (Prayagraj)।
৪) প্রশ্নঃ বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টটি কোন ধাতু দিয়ে তৈরি?
উত্তরঃ বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরিতে টাংস্টেন ধাতু ব্যবহার করা হয়।
৫) প্রশ্নঃ শিবাজীর (Shivaji) মৃত্যুর পর তার সিংহাসনে কে বসেছিলেন?
উত্তরঃ ১৬৮০ সালে শিবাজীর মৃত্যুর পর, তাঁর পুত্র সম্ভাজি মারাঠা সাম্রাজ্যের শাসক হন।
৬) প্রশ্নঃ কোন যুদ্ধের কারণে ভারতের নৌ দিবস পালন করা হয়?
উত্তরঃ ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় ভারতীয় নৌবাহিনীর গুরুত্বপূর্ণ অবদান ছিল এবং সেই স্মরণে প্রতিবছর ৪ঠা ডিসেম্বর নৌ দিবস (Navy Day) পালন করা হয়।
৭) প্রশ্নঃ ভারতছাড়ো আন্দোলনের অপর নাম কী ছিল?
উত্তরঃ ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনের অপর নাম ছিল আগস্ট আন্দোলন (August Movement) বা আগস্ট ক্রান্তি।
৮) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে টানা ৬ মাস রাত ও ৬ মাস দিন থাকে?
উত্তরঃ নরওয়ে দেশে একটানা ছয় মাস রাত ও দিন থাকে।
৯) প্রশ্নঃ ভারত ও পাকিস্তানের মধ্যে যে আন্তর্জাতিক সীমানা রেখা তৈরি হয়েছে তার নাম কি?
উত্তরঃ ভারত ও পাকিস্তানের আন্তর্জাতিক সীমানার নাম র্যাডক্লিফ লাইন (Radcliffe Line)।
২টি কম্পিউটার ভাড়া নিয়ে ব্যবসা শুরু, আজ ১০০ কোটি টাকার মালিক এই মেয়ে
১০) প্রশ্নঃ কোন প্রাণীর দুধের রঙ কালো?
উত্তরঃ স্ত্রী কালো গন্ডারের (Black rhinoceros) দুধ কালো রঙের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।