বিনোদন ডেস্ক : হালের জনপ্রিয় তারকা অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির রয়েছে আলাদা ফ্যানবেইজ। তাঁর সাজপোশাক নিয়ে ভক্তদের আগ্রহ সব সময়ই বেশি থাকে। সম্প্রতি তাঁর দুটি লুক বেশ প্রশংসিত হয়েছে।
জনপ্রিয় অভিনেত্রী দীঘির নাম জানেন না, এমন মানুষ কম। শিশুশিল্পী থেকে এ পর্যন্ত উঠে আসার গল্পে তাঁর ক্যারিয়ারে যুক্ত হয়েছে রংবেরঙের পালক। অভিনয়ের পাশাপাশি তরুণী এই অভিনেত্রীর সাজপোশাকের দিকেও রয়েছে বিশেষ খেয়াল।
সামাজিক যোগাযোগমাধ্যমে উঁকি দিলেই স্পষ্ট হবে সেটা। সম্প্রতি কালো আউটফিট পরা বেশ কিছু ছবি দীঘি নিজেই শেয়ার করেছেন তাঁর অনুরাগীদের সঙ্গে। নায়িকা বলে কথা। স্টাইলিংয়ের ব্যাপারে বেশ সতর্ক তিনি। বাংলাদেশি ক্লদিং ব্র্যান্ড নাজারার দুটি জমকালো পোশাকে সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে। ছবিগুলো অভিনেত্রী প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
একটি লুকে দীঘি বেছে নিয়েছেন কালো থ্রি–পিস পোশাক। ব্রালেট ক্রপটপের ওপরে জড়িয়ে নিয়েছেন লম্বা কালো শ্রাগ। টপের নকশায় আকর্ষণ যোগ করেছে কপার গোল্ড আর সিলভারের কাজ। একরঙা শ্রাগের হাতা আর বর্ডারে রয়েছে সিকুইন ও এমব্রয়ডারির নিখুঁত কাজ। বটম হিসেবে এই আউটফিট সেটে রয়েছে বিশাল ঘেরের পালাজ্জো।
দীঘি পোশাকটির সঙ্গে পরেছেন সুন্দর একজোড়া বক্স হিল। আর সাজেও রেখেছেন আভিজাত্যের ছোঁয়া। গলায় পরেছেন লকেটসহ লেয়ার চেইন। সাজের ব্যাপারে খুব দক্ষতার সঙ্গেই মেকআপ করেছেন দীঘি। ন্যুড মেকআপে এনেছেন জমকালো ছোঁয়া।
ঠোঁটে গ্লসি ন্যুড লিপস্টিক আর লেন্স পরে স্মোকি আই লুকে চোখ সাজিয়েছেন। নাকে পরেছেন একপাথরে নাকফুল আর হাতের আঙুলে আংটি। নখে দিয়েছেন ম্যাচিং কালো নেইলপলিশ। সবশেষে অভিনেত্রী চুলে করেছেন পনিটেল।
আরেকটি লুকেও অভিনেত্রীকে অসাধারণ লাগছে। ওয়েস্টার্ন লুকে তিনি ক্যামেরাবন্দী হয়েছেন। জমকালো সিকুইনে সজ্জিত ব্রালেট টপের সঙ্গে বটম হিসেবে পরেছেন সাইড স্লিট স্কার্ট।
এর সঙ্গে তিনি বেছে নিয়েছেন টাইগার প্রিন্টের একজোড়া বক্স হিল। এই আউটফিটের সঙ্গে অভিনেত্রী মেকআপের ক্ষেত্রে কোনো কার্পণ্য করেননি, বোঝাই যায়। চোখের সাজ পেয়েছে বিশেষ গুরুত্ব।
স্মোকি আই লুকের সঙ্গে গ্লসি বাদামি লিপস্টিকে সেজেছেন তিনি। চুলে করেছেন উঁচু পনিটেল। গয়না হিসেবে কানে পরেছেন পাথরের ঝোলানো দুল আর হাতের আঙুলে আংটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।