কালো শাড়িতে ঝড় তুললেন শুভশ্রী, ভাইরাল ছবি

শুভশ্রী গঙ্গোপাধ্যায়

বিনোদন ডেস্ক : কালো শাড়িতে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। এই ফটোশ্যুটের এক একটি ছবিতে রয়েছে এলিগেন্সের ছোঁয়া। অভিনেত্রীকে দেখে চোখ ফেরানোই দায়। সম্প্রতি ইন্দুবালা ভাতের হোটেলের বাকি এপিসোড মুক্তি পেয়েছে। সিরিজে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের অভিনয় দেখে তাঁর অনুরাগীরা মুগ্ধ। একদম নতুন রূপে শুভশ্রীকে দেখে প্রশংসায় ভরিয়েছেন সবাই। তবে অভিনয়ের পাশাপাশি শুভশ্রীর এলিগেন্সও মুগ্ধ করে তাঁর অনুরাগীদের।

শুভশ্রী গঙ্গোপাধ্যায়

তাঁর এক একটি লুক দেখে চোখ সরানোই দায় হয়। কখনও পশ্চিমী পোশাকে পারদ চড়ান অভিনেত্রী, আবার শাড়িতেও অপরূপা হয়ে ধরা দেন। সম্প্রতি একটি কালো জর্জেট বেনারসি শাড়িতে সেজে ফটোশ্যুট করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শেয়ার করেছেন ছবিও।

ইনস্টাগ্রামে নিজের ফটোশ্যুটের ছবি শেয়ার করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়। এই ছবিতে খুবই সুন্দর দেখাচ্ছে তাঁকে। কালো রঙের শাড়িতে তাঁকে এতটাই অপূর্ব দেখাচ্ছে যে, চোখ ফেরানোই দায়।

অভিনেত্রী শাড়ি পরতে যে বেশ ভালোবাসেন, তা তাঁর কালেকশন দেখলেই বোঝা যায়। যে কোনও বিশেষ ইভেন্টের জন্যে অভিনেত্রীকে শাড়ি বেছে নিতেই দেখা যায়। বেশিরভাগ সময়ে কালো রঙের শাড়িকেই গুরুত্ব দেন অভিনেত্রী।

এবারও কালো রঙের শাড়িতে সাজলেন অভিনেত্রী। তাঁকে এতটাই সুন্দর দেখাচ্ছিল যে, চোখ ফেরানোই যাচ্ছিল না। ‘Shradhas Bong’-এর সংগ্রহ থেকে শাড়িটি নিয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

কালো রঙের এই শাড়ির উপর কপার জরির অপূর্ব কাজ করা হয়েছিল। ফুটিয়ে তোলা হয়েছিল ছোট ছোট ফ্লোরাল মোটিফ। যা সবার নজর টেনেছিল। এটি শাড়ির কালো জমিনের উপর কনট্রাস্ট ছোঁয়াও যোগ করে।

শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজেও সেজেছিলেন অভিনেত্রী। রাউন্ড নেকলাইনের এই ব্লাউজেও ফ্লোরাল মোটিফ ফুটিয়ে তোলা হয়েছিল। গোলাপের মোটিফও ফুটে উঠেছিল কারুকার্যে। এলবো স্লিভে ছিল সুন্দর এমবেলিশমেন্ট। শুভশ্রীকে দেখে চোখ ফেরানো দায়। অভিনেত্রীর দুর্দান্ত মেকআপ এবং হেয়ারস্টাইল তাঁর লুককে সম্পূর্ণ করে। কানের দুলেও কিন্তু ফ্লোরাল মোটিফ নজর টানে। শুভশ্রীর লুকটি আমাদের জন্যে একটি অন্যতম সুন্দর উদাহরণ হয়ে উঠতে পারে। এরকম লুক যে কোনও বিশেষ অনুষ্ঠানে রিক্রিয়েট করতে পারেন আপনি।

শাড়ির পাড়েও চমৎকার কাজ করা হয়েছিল। জরির এই এমবেলিশমেন্ট শাড়ির সৌন্দর্যকে বাড়িয়েছিল। ট্র্যাডিশনাল ধাঁচেই কালো শাড়িটি ড্রেপ করেছিলেন অভিনেত্রী। এই ড্রেপিং তাঁর ফিগারকে কমপ্লিমেন্ট দিয়েছিল।

এই প্রথম বাংলাদেশের সীমান্ত অতিক্রম করবে ভারতের রেলওয়ে!

হাইলাইট করছিল অভিনেত্রীর কার্ভলাইনকে। যা দেখে প্রশংসা করতেই হয়। শুভশ্রীকে এতটাই সুন্দর দেখাচ্ছিল যে, বারবার মুগ্ধ হন তাঁর অনুরাগীরা।