আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের প্রতিবেশি রাষ্ট্র ভারতে ৮ হাজার টাকা মণের কালো গমের চাষ শুরু হয়েছে। দেশটিতে কালো গম চাষে ঝুঁকছেন চাষিরা। এমনই বলছে বাংলা হান্ট। প্রতিবেশি হিসেবে বাংলাদেশেও এই দামী গম চাষ শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বর্তমান যুগে পাল্টাচ্ছে মানুষের জীবনযাত্রা। তার সাথে পরিবর্তিত হচ্ছে খাদ্যাভ্যাসও। শুধু তাই নয়, স্বাস্থ্য সচেতন মানুষ এখন বেছে নিচ্ছেন পুষ্টিকর খাদ্যদ্রব্যকে। এমতাবস্থায়, এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আপনি খুব সহজেই কালো গমের (Black Wheat) চাষ শুরু করতে পারেন।
এমনকি, এই চাষের মাধ্যমে আপনি খুব সহজেই আয় করতে পারবেন লক্ষ লক্ষ টাকা। সর্বোপরি, দিন দিন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এই গমের চাহিদা। যার ফলে, নিশ্চিন্তে আপনি এই চাষ শুরু করতে পারেন। পাশাপাশি, আপনাদের সুবিধার্থে বর্তমান প্রতিবেদনে এই চাষ সম্পর্কিত বিস্তারিত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে উপস্থাপিত করা হল।
প্রসঙ্গত উল্লেখ্য, বাজারে কালো গমের চাহিদা অত্যন্ত বেশি থাকায় এটির দামও সাধারণ গমের তুলনায় অনেকটাই বেশি। পরিসংখ্যান অনুযায়ী, সাধারণ গমের চেয়ে প্রায় ৪ গুণ বেশি দামে বিক্রি করা হয় এই গম। শুধু তাই নয়, যেখানে সাধারণ গমের দাম প্রতি কুইন্টালে মাত্র ২,০০০ টাকা সেখানে কালো গম প্রতি কুইন্টালে নিশ্চিন্তে সাত থেকে আট হাজার টাকায় বিক্রি করা সম্ভব। স্বাভাবিকভাবেই, এই চাষের মাধ্যমে বিরাট লাভ পাবেন কৃষকেরা।
মনে রাখতে হবে যে, এই গম চাষের ক্ষেত্রে আর্দ্রতা খুবই গুরুত্বপূর্ণ। এমতাবস্থায়, নভেম্বর মাসটি এই গমের রোপনের জন্য সঠিক সময় হিসেবে বিবেচিত হয়। এদিকে, নভেম্বরের পর আবার এর রোপন করলে ফলন কমে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়।
মূলত, এই গম অত্যন্ত পুষ্টিকর। আর এই পুষ্টিগুণের জন্যই কালো গমের বিপুল চাহিদা পরিলক্ষিত হয়। এই গমে আয়রনের পরিমান অত্যন্ত বেশি থাকে। এছাড়াও, এই গম রক্তচাপ, ক্যানসার, স্থূলতা এবং সুগার রোগীদের জন্য দারুণভাবে উপকারী। পাশাপাশি, নিয়মিত এই গম খেলে রক্তাল্পতা দূর হয় এবং দৃষ্টিশক্তি প্রখর হয়।
এই গম “কালো” হওয়ার পেছনে অন্যতম কারণ হল এটিতে অ্যান্থোসায়ানিন পিগমেন্ট বেশি থাকে। যা একটি রঞ্জক পদার্থের মত কাজ করে। এদিকে, সাদা গমে এর পরিমান থাকে মাত্র ৫ থেকে ১৫ পিপিএম। তবে, কালো গমে এর পরিমান হয় ৪০ থেকে ১৪০ পিপিএম। এছাড়াও, কালো গমে প্রাকৃতিক অ্যান্টি-অক্সিডেন্ট অ্যানথ্রোসায়ানিন পাওয়া যায়। যা বিভিন্ন মারণ রোগের নিরাময়ে কাজে লাগে।
প্রকৃতপক্ষে, সাধারণ গমের চেয়ে কালো গমের ফলন বেশি হয়। পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে, ১ বিঘা জমিতে কালো গম ১,০০০ থেকে ১,২০০ কেজি পর্যন্ত উৎপাদিত হতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, মাত্র ২ লক্ষ টাকা দিয়ে এই চাষ কিংবা ব্যবসা শুরু করা যেতে পারে। পাশাপাশি, বাজারে এক কুইন্টাল গমের দাম ৮,০০০ টাকা হলে নিশ্চিন্তে প্রায় ৯ লক্ষ টাকা পর্যন্ত খুব সহজেই আয় করা সম্ভব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।