ব্ল্যাকপিঙ্ক-এ ভাঙনের সুর

বিনোদন ডেস্ক : জনপ্রিয় দক্ষিণ কোরিয়ার ব্যান্ড ‘ব্ল্যাকপিঙ্ক’র কথা কম-বেশি সবারই জানা। পপ, হিপ-হপ ও ট্র্যাপের মিশ্রণে নেচে-গেয়ে বিশ্বব্যাপী আলোড়ন তুলেছে দলটি।

তবে বিশ্বজুড়ে তাদের ভক্তদের দিন কাটছে দুশ্চিন্তায়। কারণ, এজেন্সি ওয়াইজি এন্টারটেইনমেন্টের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে দ্বিমত তৈরি হয়েছে ব্যান্ডটির সদস্যদের মধ্যে।

আগস্টে এজেন্সি ওয়াইজি এন্টারটেইনমেন্টের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে ব্ল্যাকপিঙ্কের। চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ওয়েইবো’-তে মেনশন করা হয়েছে যে জেনি ‘বর্ন পিংক’ ট্যুর শেষ করে এজেন্সি ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।

এ ছাড়াও জানানো হয়েছে কোম্পানিটি লিসার সঙ্গে এখনও আলোচনা করছে বিষয়টি নিয়ে। লিসারও ছাড়ার ইচ্ছা আছে। রোজ চুক্তিবদ্ধ হবেন ব্ল্যাক লেবেলের সাথে। আর জিসো ওয়াইজি এন্টারটেইনমেন্টের সঙ্গেই থাকবেন অথবা ব্ল্যাক লেবেলে যাবেন।

তবে এই ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়া হয়নি ব্যান্ডটির পক্ষ থেকে। কিন্তু ভক্তদের ধারণা জেনি ওয়াইজি এন্টারটেইনমেন্টের সঙ্গে চুক্তি নবায়ন করতে পারেন। কারণ, এজেন্সিটির সাথে জেনির সম্পর্ক দারুণ। ‘ব্লিঙ্ক’রা শঙ্কায় আছেন এজেন্সি নিয়ে নানান মতের কারণে ব্যান্ডটিই না শেষমেশ ভেঙে যায়!

প্রসঙ্গত, ২০১৬ সালে ‘হুইসেল’ ও ‘বুমবায়াহ’ গানের মাধ্যমে ব্ল্যাকপিংক আত্মপ্রকাশ করেছিল। দলটি এখন পর্যন্ত আন্তর্জাতিকভাবে সবচেয়ে সফল কোরিয়ান গার্ল গ্রুপের খেতাব তাদের দখলে।

বলিউডের অন্ধকার জগত নিয়ে মুখ খুললেন যেসব তারকা