বিনোদন ডেস্ক : ব্যস্ত সড়ক, ফ্যাশন ইভেন্টের রেড কার্পেট, লন্ডনের গ্যালারি বা প্যারিসের ক্যাটওয়াক- শাড়ি কেবলই বিস্তৃত হচ্ছে। ভারতের ডিজাইনাররা মনে করেন, শাড়ি ইতিমধ্যেই একটি আন্তর্জাতিক পোশাক হয়ে উঠেছে; এটি আর ভৌগোলিক সীমা-পরিসীমা কিংবা কোন নির্দিষ্ট রীতিতে আটকে নেই। সম্প্রতি ‘ভোগ ইন্ডিয়া’র ডিজিটাল কভারেও স্থান পেল শাড়ি। বলিউড তারকা সারা আলী খানকে দেখা গেছে শাড়িতে, তবে ভিন্নভাবে।
‘ভোগ ইন্ডিয়া’র ডিজিটাল প্রচ্ছদে দেখা যায়, সারা আলী খান ব্লাউজ ছাড়া মাথায় ঘোমটা দিয়ে শাড়ি পরেছেন। কপালে টিপ দিতেও ভোলেননি। বাঙালি নারীরা শুরুর দিকে যেভাবে শাড়ি পরতেন, সেটাকেই নতুনভাবে তুলে ধরা হয়েছে। শাড়ির একটি অংশকেই ব্লাউজ আর আরেক অংশকে স্কার্ফ বানিয়ে পরেছেন সারা। তাই এবার আলোচনায় সারা আলী খানের শাড়ির এই স্টাইলিং।
এ প্রসঙ্গে সারা বলেন, একসময় ভক্তরা তারকাদের ‘স্টারডম’ বা ‘লার্জার দ্যান লাইফ’ ব্যাপারগুলোকে বেশি প্রাধান্য দিত আর এখন সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে দর্শক তারকাদের ভেতরের সত্যিকারের মানুষটাকে দেখতে চায়।
সারার দাদি ‘সত্যজিতের নায়িকা’ শর্মিলা ঠাকুর বাঙালি। তাই সারার যে বাঙালি সংস্কৃতির প্রতি দুর্বলতা থাকবে, এটাই স্বাভাবিক। ব্লাউজ ছাড়া আগে নারীরা যেভাবে একটি শাড়ি শরীরে পেঁচিয়ে পরতেন, ‘ভোগ ইন্ডিয়া’র প্রচ্ছদ ফটোশুটে সারা সেটিকেই নতুনভাবে তুলে ধরেছেন। এর আগে কান চলচ্চিত্র উৎসবে সারার সাদা-কালো শাড়ি পরার স্টাইল ফ্যাশনপ্রিয়দের নজর কেড়েছিল।
সারা জানিয়েছেন, তিনি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের চেয়ে জাহ্নবী কাপুর বা অনন্যা পান্ডেদের সঙ্গে আড্ডা দিতে বেশি সাচ্ছন্দ্যবোধ করেন। কেননা, তাদের সবার বাস্তবতা অনেকটা একই রকম। ফলে একজন আরেকজনকে সহজে বুঝতে পারেন।
মেট্রো রেলের মধ্যে রোমান্সে মাতলেন যুবক-যুবতী, যা বললেন যাত্রীরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।