আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ গাজার রাফাহতে ইসরাইলের বড় ধরনের হামলা চালানো হবে ‘একটি ভুল’ পদক্ষেপ। বৃহস্পতিবার মিসরের কায়রোতে এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন দেশটিকে উদ্দেশ্য করে এই সতর্কতা জারি করেছেন। খবর ডেইলি সাবাহর।
সংবাদ সম্মেলনে ব্লিঙ্কেন বলেন, রাফাহতে ইসরাইলের বড় সামরিক অভিযান চালানো হবে একটি ভুল পদক্ষেপ। দক্ষিণ গাজার এই অঞ্চলে হামলা চালানোকে আমরা সমর্থন করি না।
এ ছাড়া ‘হামাসকে মোকাবিলা করতে এ হামলা অপ্রয়োজনীয়’ বলেও উল্লেখ করেন তিনি।
ব্লিঙ্কেন আরও বলেন, ‘রাফাহতে একটি বড় আক্রমণের অর্থ হবে আরও বেসামরিক জনগণের মৃত্যু। হামলার পর গাজার মানবিক সংকট আরও তীব্র হবে। ‘
সংবাদ সম্মেলনে ব্লিঙ্কেন হামাসের কাছে ইসরাইলি জিম্মিদের মুক্তির পাশাপাশি গাজায় একটি ‘অবিলম্বে, টেকসই যুদ্ধবিরতি’ জরুরিভাবে প্রয়োজন বলেও জানান।
উল্লেখ্য, গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে বর্তমানে মধ্যপ্রাচ্য সফরে আছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার যুদ্ধ মন্ত্রিসভার সঙ্গে দেখা করতে আজ শুক্রবার ব্লিঙ্কেনের ইসরাইলে যাওয়ার কথা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।