সবুজ ঘাসের ঢেউ খেলানো প্রান্ত। সঙ্গে দিগন্ত বিস্তৃত নীল আকাশ। কোথাও আবার নীল রঙ ঢাকা পড়েছে শুভ্র মেঘের আড়ালে। এরকম একটা ছবির সাথে আমাদের সবার পরিচয় ছিল। কম্পিউটার চালু করলে এরকম ছবি পর্দায় ভেসে উঠতো। বলা হয় কম্পিউটার স্ক্রিনে সবথেকে বেশি বার দেখা ছবি এটি।
মাইক্রোসফট উইন্ডোজ এর সবথেকে জনপ্রিয় ভার্সন ছিল এক্সপি এডিশন। উইন্ডোজ এক্সপি এর ডেফল্ট ওয়ালপেপার হিসেবে এরকম ছবি উল্লেখ করা হতো। অনেকেই প্রশ্ন করেছিল কোন অঞ্চলের ছবি এটি। বাস্তবে এই ছবির অস্তিত্ব আছে কিনা।
সত্যি বলতে বাস্তবে এরকম জায়গা রয়েছে। এ অঞ্চলটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওয়েকভ্যালিতে অবস্থিত। এই ছবিটি তুলেছেন ফটোগ্রাফার চার্লস। তিনি ১৯৯৬ সালের নভেম্বরে ছবিটি তুলেছিলেন। ছবির পেছনের গল্পটাও দারুন। ওই সময়ে ন্যাশনাল জিওগ্রাফির চাকরি ছেড়ে তিনি ফ্রিল্যান্স ফটোগ্রাফার হিসেবে কাজ করছিলেন। তিনি ওই সময়ে নিয়মিত ক্যালিফর্নিয়া থেকে সানফ্রান্সিকোতে প্রেমিকার সঙ্গে দেখা করতে যেতেন।
হাইওয়েরর এক পাশে তার চোখ আটকে যায়। কিছুক্ষণ আগে সেখানে এক পশলা বৃষ্টি হয়েছে। ছবি তোলার জন্য যেরকম আলো দরকার সেটাও পর্যাপ্ত ছিল। তার মিডিয়াম ফরম্যাট ক্যামেরায় এই ছবিটি ধারণ করেছিলেন। ১৯৯৮ সালে মাইক্রোসফটের চোখে পড়ে ছবিটি। মাইক্রোসফট এই ছবির কপিরাইট কিনতে সক্ষম হয়। সম্ভবত এক্ষেত্রে ১ লাখ ডলার প্রয়োজন হয়েছিল। অনেকে ভেবেছিল এ ছবিটি ফ্রান্স অথবা জার্মানিতে তোলা।
কেউ ভেবেছিল এটি ফটোশপের মত সফটওয়্যার এ তৈরি করা। ২০১৪ সালে উইন্ডোজ এক্সপি এর সাপোর্ট পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। নতুন উইন্ডোজ এ নতুন ওয়ালপেপার ব্যবহার করা হলেও আজ পর্যন্ত এটির মতো জনপ্রিয়তা পায়নি কোন ছবি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।