দীর্ঘ অপেক্ষা শেষে শুরু হয়েছে চন্দ্রগ্রহণ। বাংলাদেশ সময় রোববার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আংশিক চন্দ্রগ্রহণ শুরু হয়।
রাত ১১টা ৩০ মিনিটে পূর্ণ গ্রহণ শুরু হবে, তখন চাঁদ পুরোপুরি লাল বা রক্তিম রঙ ধারণ করবে। এরপর, এটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে রাত ১২টা ১১ মিনিটে এবং সম্পূর্ণ গ্রহণ শেষ হবে রাত ২টা ৫৫ মিনিটে।
যদি আকাশ মেঘমুক্ত থাকে, তাহলে এই অসাধারণ দৃশ্যটি খালি চোখেই দেখা যাবে।
খালি চোখে রক্তিম বর্ণ ধারণ করা এ চাঁদ দেখলে কিছু হবে?
মহাকাশ বিষয়ক ওয়েবসাইট স্পেস.কম জানিয়েছে, আজকের চন্দ্রগ্রহণে সূর্য পুরোপুরি রক্তিম হয়ে যাবে। এই চাঁদ খালি চোখে দেখা একেবারেই নিরাপদ। কোনো ফিল্টার বা চশমা কিছুই লাগবে না।
চন্দ্রগ্রহণটি দেখতে আপনার যা করতে হবে তা হলো সঠিক জায়গায় বসা বা দাঁড়ানো যেন সঠিক সময়ে আপনি চাঁদটি দেখতে পান।
এশিয়া, অস্ট্রেলিয়া ও আফ্রিকার বিভিন্ন জায়গায় চন্দ্রগ্রহণটি দেখা যাবে। তবে আপনি এই অঞ্চলে থেকেও যদি চন্দ্রগ্রহণ দেখতে না পান তাহলে এটি আপনার ‘কপাল খারাপ’ বলা যায় বলে উল্লেখ করেছে স্পেস.কম।
সূত্র: স্পেস.কম
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।