বিছানার সেই রক্ত পরীমনির নিজের নয়: বাড়ির ম্যানেজার

পরীমনির বিছানায় রক্ত

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়িকা পরীমনি এবং তার স্বামী শরিফুল রাজের প্রসঙ্গ নিয়ে মিডিয়ায় ব্যাপক আলোচনা বেশ কিছুদিন ধরে। এই আলোচনা, বিতর্ক যেন শেষই হতে চাচ্ছে না। বরং দিন দিন নতুন মোড় নিচ্ছে বাংলাদেশের এই তারকা দম্পতির সম্পর্কের সমীকরণ।

পরীমনির বিছানায় রক্ত

গত ৩১ ডিসেম্বর পরীমনি তার ফেসবুকে পোস্ট করে জানিয়েছিলেন, তিনি আর রাজের সঙ্গে সংসার করতে পারছেন না।

ছেলে শাহীম মুহম্মদ রাজ্যকে নিয়ে সংসার ত্যাগ করেছেন তিনি। এরপর নতুন বছরের প্রথম ভোরেই বিছানায় রক্তের দাগের দুটি ছবি পোস্ট করেন পরীমনি। তিনি লিখেছিলেন, ‘হ্যাপি নিউ ইয়ার। সংবাদ সম্মেলন, লোডিং….। ’ ছবিতে একটি বিছানা দেখা যায়। বালিশ এবং চাদরে রক্তের ছোপ ছোপ দাগ লেগে ছিল। এ নিয়ে পরীমনির পক্ষ থেকে বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি।

ফলে অনেকের মনে প্রশ্ন ছিলো, কোন কারনে কি আহত হয়েছিলেন পরীমনি? তখনই কি রক্ত পড়েছিল? নাকি রাজের সঙ্গে মারামারি হয়েছিল?

পরীমনি অবশ্য জানিয়েছেন, ঘটনার দিন তাদের বাড়িতে কোনও গৃহ পরিচারক-পরিচারিকা ছিলেন না। শাশুড়ি নাকি সকলকেই ছুটি দিয়েছিলেন। তাই কারও পক্ষে সেই সময়ে উপস্থিত থেকে ঘটনাটি দেখা সম্ভব নয়, দাবী পরীমনির।

তবে সম্প্রতি ওই ঘটনা খোলাসা করেছেন ওই দম্পতির পরিচারক এবং পরিচারিকারা। তারা জানান, এক রাতে বাসার অ্যাকুরিয়াম ভেঙে যাওয়ার পর ওই রক্তের দাগ লেগেছিল। কিন্তু সেটা কোনরাত তা ষ্পষ্ট করে তারা কিছু বলেননি। কিন্তু অ্যাকুরিয়াম ভেঙে যাওয়ার মতো ঘটনা কেন ঘটেছিল? রাজ কি তবে মাথা গরম করে ভেঙে ফেলেছিলেন? তাহলে বিছানার সেই রক্তই বা কার?

সবশেষ জানা গেল, ওই রক্ত নাকি রাজের-ই। বাসার অ্যাকুরিয়াম সরাতে গিয়েই রাজের হাত থেকে পড়ে ভেঙে গিয়েছিল। তাতেই রাজের হাত সামান্য কেটে যায়। সেই রক্ত বিছানায় পড়ে। এরপর তার ছবি তুলে পরীমনির পোস্ট।

শাহরুখ ও আমিরের পুরনো শত্রুতার কারণ জানা গেল