স্বেচ্ছাসেবী সংগঠন পিস ফর পিপল ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ জানলো নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জের অর্ধশত শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে হীরাঝিল আইডিয়াল হাইস্কুলের বাতানপাড়া শাখায় স্বেচ্ছাসেবী এই সংগঠনের ‘ফ্রি ব্লাড গ্রুপ’ ক্যাম্পেইনের মাধ্যমে নিজেদের রক্তের গ্রুপ জানেন শিক্ষার্থীরা।
এসময় রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের মাঝে বার্তা দেয় পিস ফর পিপল ফাউন্ডেশনের সদস্যরা। স্কুলে ক্যাম্পেইন পরিচালনা করতে সহযোগিতা করেন শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালক মো. সাইফুল ইসলাম মাসুম।
পিস ফর পিপল ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা বলেন, শুধু রক্তের গ্রুপ নির্ণয় নয়, বরং সমাজের কল্যাণে নানা উদ্যোগই তাদের নিয়মিত কর্মসূচির অংশ। বৃক্ষরোপণ, শিশুদের জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণসহ সমাজ উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম তারা সব সময় পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আয়োজন করা হয়েছে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। ভবিষ্যতেও আমাদের মানবসেবামূলক ও সচেতনতামূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
পুরো ক্যাম্পেইন আয়োজনে পিস ফর পিপল ফাউন্ডেশনের সভাপতি তোফায়েল আহমেদের তত্বাবধানে সংগঠনটির ফান্ড রাইজিং সেক্রেটারি মো. আসিফ, সহকারী ফান্ড রাইজিং সেক্রেটারি আব্দুর রহমান এবং কার্যনির্বাহী সদস্য সরোয়ার হোসেন খান আবিরসহ অনেকেই কার্যক্রমে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ২০১৬ সালে প্রতিষ্ঠিত হওয়া পর থেকে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজ করছে পিস ফর পিপল ফাউন্ডেশন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।