বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বিশ্বের প্রথম রং বদলানো গাড়ি নিয়ে এসেছে বিএমডব্লিও। চোখের পলকেই রং বদলানো যাবে এই গাড়ির। এ জন্য কারও সাহায্য নেওয়া বা বাড়তি কোনো কষ্ট করতে হবে না। চাইলেই নির্দিষ্ট অ্যাপে শুধুমাত্র এক ক্লিকেই গাড়ির রং বদলাতে সক্ষম বিএমডব্লিউ আই ভিশন ডিইই (ডিজিটাল ইমোশনাল এক্সপেরিয়েন্স) মডেলের গাড়িটি। সূত্র: স্টার্টআপ পাকিস্তান
বিএমডব্লিউ বরাবরের মতোই নতুন নতুন প্রযুক্তির পাশাপাশি ভিন্ন কিছুর সাথে পরিচয় করিয়ে দেয় তাদের অত্যাধুনিক গাড়িগুলো দ্বারা। এবার তারই ধারাবাহিকতা দেখা গেলো নতুন আই ভিশন ডিইই মডেলের গাড়িতে। কোম্পানিটি বলছে, মানুষের সাথে গাড়িটির আত্মীক ও মানসিক সম্পর্ক তৈরিতে কাজ করেছে তারা।
বিশেষ এই গাড়িটির সামনের অংশ এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে গাড়িচালকের মানসিক অবস্থা ফুটে উঠবে অর্থাৎ গাড়িটির মালিক চাইলেই তার মানসিক অবস্থা অনুযায়ী হাসি-খুশি, রাগী, গোমরা কিংবা অন্য যেকোনো চেহারা প্রদর্শন করতে পারবে তার গাড়ির ফ্রন্ট সেপে। এছাড়াও সুবিধা অনুযায়ী গাড়ির রং পরিবর্তনসহ আলাদা আলাদা গ্রাফিকে দেখা যাবে এই গাড়ি।
এর আগে কনসেপ্ট আই ভিশন ডিইই ইভি স্পোর্ট মডেলের গাড়িটির দেখা মিলেছে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে চলা কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে (সিইএস)। মেলায় আয়োজিত ওই অনুষ্ঠানে গাড়ির বিভিন্ন কার্যকারিতা তুলে ধরেন বিএমডব্লিউর প্রকল্প ব্যবস্থাপক স্টেলা ক্লার্ক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।