বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতের বাজারে এলো বিএমডব্লিউয়ের নতুন মোটরসাইকেল। শুক্রবার (১৫ জুলাই) দুপুরে লঞ্চ হলো বিএমডব্লিউ জি ৩১০ আরআর। একই দিনে এ বাইক বিক্রি শুরু হবে ভারতে। নতুন মোটরসাইকেল লঞ্চের আগেই এ বাইক সম্পর্কে প্রায় সব তথ্য প্রকাশ হয়।
আগেই টুইটারে একটি ভিডিও প্রকাশ করে নতুন মোটরসাইকেল লঞ্চের খবর নিশ্চিত করেছিল বিএমডব্লিউ।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, বিএমডব্লিউ জি ৩১০ আরআরে থাকছে ট্রাই কালার প্যাটার্ন। সেখানে কোম্পানির সিগনেচার লাল ও নীল রঙ দেখা গেছে। সঙ্গে রয়েছে সাদা রঙের সমন্বয়। টিভিএস অ্যাপাচি আরআর ৩১০ থেকে এ মোটরসাইকেল অনুপ্রাণিত। সেই বাইকের সঙ্গে নতুন বিএমডব্লিউ বাইকের ডিজাইনে তেমন পার্থক্য চোখে পড়েনি। এ বাইকের ফ্রেমে লাল রঙে দেখা যাবে। এ ছাড়াও থাকছে কালো রঙের অ্যালয় হুইল। এ বাইকে সাদা মনোশক দেখা গেছে।
বিএমডব্লিউ জি ৩১০ আরআরে থাকবে ৩১২ দশমিক ২ সিসি লিকুইড কুলড ইঞ্জিন। তবে এ ইঞ্জিনে পৃথক টিউনিং করতে পারে বিএমডব্লিউ। অ্যাপাচি আরআর ৩১০ মডেলে সর্বোচ্চ ৩৪ পিএস শক্তি ও ২৭ দশমিক ৩ এনএম টর্ক পাওয়া যায়। তবে রেইন ও আর্বান মোডে চালালে এ বাইকের পারফর্মেন্স কিছুটা কমে যায়। সেক্ষেত্রে ২৫ দশমিক ৮ বিএইচপি শক্তি ও ২৫ এমএম টর্ক পাওয়া যায়।
যদিও পাচি আরআর ৩১০ ও বিএমডব্লিউ জি ৩১০ আরআরে সর্বোচ্চ গতি ও অ্যাকসিলারেশনে কোনো পার্থক্য থাকার সম্ভাবনা কম। মাত্র ৭.১৭ সেকেন্ডে ০-১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ছুটবে এ বাইক। সর্বোচ্চ ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ছুটবে এ বাইক। সামনে ৩০০ এমএম ও পেছনে ২৪০ এমএম ডিস্ক ব্রেক থাকবে। সব মডেলেই থাকবে ডুয়াল চ্যানেল এবিএস।
অবৈধ সম্পর্কে জড়াতে অস্বীকার করায় স্ত্রীর সঙ্গে এ কেমন বর্বরতা স্বামীর
ইতোমধ্যেই এ বাইকের প্রি-বুকিং শুরু করেছে বিএমডব্লিউ কর্তৃপক্ষ। কোনো ডাউন পেমেন্ট ছাড়াই সহজ মাসিক কিস্তিতে এ বাইক বাড়ি নিয়ে যাওয়া যাবে। মাত্র ৩ হাজার ৯৯৯ রুপি থেকে মাসিক কিস্তি শুরু হচ্ছে। ভারতে এ বাইকের দাম হবে ২ লাখ ৯৯ হাজার রুপি (এক্স শো-রুম)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।