জুমবাংলা ডেস্ক : বিএনপি বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জোর দাবি জানিয়েছে। শনিবার (২৪ মে) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এ বিষয়ে দলের পক্ষ থেকে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, “বাংলাদেশে গণতন্ত্রের উত্তরণে একটি সুস্পষ্ট জাতীয় নির্বাচনী রোডম্যাপ প্রণয়ন শুরু থেকেই বিএনপির মূল দাবি। সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানে সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করতেই বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন আবশ্যক।”
ড. মোশাররফ আরও বলেন, “বিএনপির নেতাকর্মীরা পারিবারিক, রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এ কারণে আওয়ামী লীগের বিচারের দাবি সবচেয়ে বেশি বিএনপির পক্ষ থেকেই আসছে। এই বিচারের কার্যক্রম যদি অসম্পূর্ণ থাকে, তাহলে বিএনপি সরকারে গেলে স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে তা সম্পূর্ণ করা হবে।”
তিনি বলেন, “বাংলাদেশের জনগণ বিশ্বাস করে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব হলো একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা। তবে যেকোনো অজুহাতে যদি নির্বাচন বিলম্বিত হয়, তাহলে স্বৈরাচারী শাসনের পুনরাবৃত্তির আশঙ্কা থেকেই যায়। এই পরিস্থিতির সম্পূর্ণ দায় বর্তমান সরকার এবং সংশ্লিষ্টদের উপর বর্তাবে।”
তিন উপদেষ্টাকে মুচলেকা দিতে হবে, তারা নির্বাচনে প্রার্থী হবেন না : ইশরাক
এ সময় তিনি স্পষ্ট করে বলেন, “বিএনপি কখনোই প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি করেনি। বরং শুরু থেকেই এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে আসছে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।