জুমবাংলা ডেস্ক : দীর্ঘদিন পর রাজধানীতে বাধাহীনভাবে সমাবেশ শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার (৭ আগস্ট) বিকেল পৌনে ৩টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের অস্থায়ী মঞ্চে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়।
সমাবেশ শুরুর পরপরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী এবং রাজনৈতিক নেতাকর্মীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, সমাবেশকে কেন্দ্র করে পুরো এলাকা জুড়ে মানুষের ঢল নেমেছে। হাতে জাতীয় পতাকা এবং বিভিন্ন নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুনসহ উপস্থিত হয়েছেন। পুরো এলাকা স্লোগানে মুখরিত হয়ে উঠেছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সমাবেশের শুরুতেই বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
লাল শাড়িতে উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললো এই সুন্দরী, ভাইরাল ভিডিও
প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গোপনে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর ওইদিন বাংলাদেশের সাধারণ মানুষ রাস্তায় নেমে আনন্দ উল্লাস করে। আওয়ামী লীগ সরকারের শাসনামলে সমাবেশ করতে অনুমতি নিতে হলেও আজ কোনো ধরনের বাধা-বিপত্তি ছাড়াই সমাবেশ করছে বিএনপি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।