বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক

BNP

জুমবাংলা ডেস্ক : দেশে রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষিতে তারেক রহমানের সভাপতিত্বে জরুরি বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি।

BNP

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত আছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করছেন।

এছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং সালাউদ্দিন আহমেদ ভার্চ্যুয়ালি যুক্ত হয়েছেন বৈঠকে।
জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে দলের পক্ষে থেকে কার নাম প্রস্তাব করা হবে তা নিয়ে স্থায়ী কমিটিতে আলোচনা করা হবে। একইসঙ্গে এ সরকারের কাঠামো নিয়েও আলোচনা হবে।

ছাত্র-জনতার নজিরবিহীন বিক্ষোভের মুখে সোমবার প্রধানমন্ত্রিত্ব ছেড়ে গোপনে দেশত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা।

দু’বার আ.লীগের মনোনয়ন চাওয়া অপু বিশ্বাস যা বললেন

এরপর সার্বিক পরিস্থিতি নিয়ে টেলিভিশনে ভাষণ দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এর আগে বিএনপিসহ রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান।