বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি সরকার বা বিরোধী দলে-যে অবস্থানেই থাকুক না কেন, জনগণের কল্যাণ ও তাদের অধিকার রক্ষায় কাজ করাই আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য।

মঙ্গলবার সকালে হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের মহিষলেটি গ্রামে ইটের সোলিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। ভবিষ্যতে এ রাস্তা পাকাকরণ ও সম্প্রসারণের ঘোষণাও দেন বিএনপির এই নেতা। এ সময় তিনি গ্রামবাসীদের সঙ্গে নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করেন।
এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি কথামালার বা আশ্বাসের রাজনীতিতে নয়, কাজ ও বাস্তবায়নের রাজনীতিতে বিশ্বাস করে। বিগত ফ্যাসিবাদের আমলে হালুয়াঘাটে দুর্নীতি-লুটপাট হয়েছে। ইনশাল্লাহ আগামী নির্বাচনে বিজয়ী হয়ে আমরা হালুয়াঘাটে উন্নয়নের পতাকা উড়াবো।
অনুষ্ঠানে ভুবনকুড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রমজান আলী জহির, সদস্য সচিব জাকির হোসেন, ইউপি সদস্য দেলোয়ার হোসেন ও কামরুননহার কাজল বক্তব্য রাখেন।
এসময় বিএনপি নেতা আকবর হোসেন কালু, যুবদল নেতা আসাদুজ্জামান আসিফ, ইমরান জাহিন সুমন, পৌর ছাত্রদলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক দুলাল সরকার ও আবদুল মান্নান মাস্টার উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



