জুমবাংলা ডেস্ক : বিএনপি ধরেই নিয়েছে ৫ আগস্টের পর তারা ক্ষমতায় চলে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ।
একটি বেসরকারি গণমাধ্যমের টকশোতে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আমরা দেখেছি ভারত থেকে এসেই তাদের একজন নেতা এস আলমের গাড়িতে শোডাউন করেছে। আবার কিছু নেতারা আলোচনায় বলেছেন কৌশলে চাঁদাবাজি করতে। রাস্তার মাঝে দাঁড়িয়ে বলতেছে শুধু আমাকেই চাঁদা দিতে হবে। এই রকম ঘটনা প্রতিনিয়ত ঘটছে। এমন পরিস্থিতিতে তারা যখন ৩১ দফা সংস্কারের কথা বলে ও তাদের থেকে শিখতে বলে সেখানে আসলে আমাদের শেখার কিছু নাই।
মোস্তাফিজ আরো বলেন, আওয়ামী লীগ ইস্যুতে আমাদের যে একটা ঐক্য ছিল, ৫ আগস্টের পরে সেটা পরিবর্তন হয়ে গেছে। তারা মোটামুটি ধরেই নিয়েছে ৫ আগস্টের পর বিএনপি ক্ষমতায় চলে গেছে। ডিসি নিয়োগ থেকে শুরু করে সব জায়গায় দলীয়করণ করা হয়েছে। এটাই যদি শিক্ষার জায়গা হয়, আমরা তাহলে সেটা নিতে চাই না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।