বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আগামী ফেব্রুয়ারির (২০২৬) নির্বাচনে বিএনপি ২৫০টির বেশি আসনে জয়লাভ করবে। এ সম্ভাবনায় ভীত হয়ে কিছু রাজনৈতিক দল নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।’
শুক্রবার (১৫ আগস্ট) নাটোরের নলডাঙ্গায় তার বাবা ডা. নাসির উদ্দিন তালুকদারের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
তিনি আরো যোগ করেন, ‘নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র করে লাভ নেই। বাংলাদেশের মানুষ বহুদিন ধরে এই নির্বাচনের অপেক্ষায় আছে। যেকোনো চক্রান্ত ও অপতৎপরতা আমরা প্রতিহত করব।’
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার পূর্ব আলোচনা অনুযায়ী আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। খুব শিগগিরই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে জেলা ও স্থানীয় বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।