মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ-৩ (মানিকগঞ্জ সদর- সাটুরিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতার পক্ষে সাটুরিয়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের বেংরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যার পর আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিঘলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ মশিউর রহমান হেলালী।
দিঘলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুল হোসেনের সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন বেংরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এটিএম আব্দুল জলিল।
বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দেশের চলমান সংকট মোকাবিলায় বিএনপির নেতৃত্বে জাতীয়তাবাদী রাজনৈতিক শক্তিকে আরও ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হতে হবে। এ সময় তারা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন—সাটুরিয়া থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ভোট কেন্দ্র পরিচালনা কমিটির উপদেষ্টা আব্দুল করিম, সাটুরিয়া থানা বিএনপির কোষাধ্যক্ষ ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি খোরশেদ আলম, দিঘলিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সানুয়ার হোসেন, সাটুরিয়া উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য নেসার আহমেদ সেন্টু, উপজেলা যুবদলের আহবায়ক আমির হামজা, জেলা যুবদল নেতা মো. ফজলুল করিম শামীম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক অমিত হাসান, ইউনিয়ন যুবদলের সভাপতি আমজাদ হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব উজ্জ্বল হোসেন, সাবেক সদস্য সাকিবুল ইসলাম প্রমুখ।
বক্তারা আগামীর নির্বাচনে দলীয় নেতা–কর্মীদের আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং ভোট কেন্দ্রীক সংগঠনকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দেশের শান্তি–সমৃদ্ধি এবং সুষ্ঠু নির্বাচনের জন্য বিশেষ দোয়া করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



