জুমবাংলা ডেস্ক : বিএনপি জামায়াতের উচিৎ আইন-শৃঙ্খলা রক্ষায় দলীয় কর্মী নামানো-বলে মন্তব্য করেছেন লেখক, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। তার অফিশিয়াল ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেছেন।
সম্প্রতি দেশজুড়ে ছিনতাই, ধর্ষণ, সন্ত্রাসী কর্মকাণ্ডের মতো অপরাধের মাত্রা বেড়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিপর্যয়ের কারণে দেশজুড়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি উঠেছে। এমন পরিস্থিতিতে পিনাকী তার অফিশিয়াল ফেসবুক পেইজে এই স্ট্যাটাস দেন।
পিনাকী লিখেছেন, “বিএনপি জামায়াতের তো উচিৎ পাড়ায় পাড়ায় দলীয় কর্মী দিয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় সেচ্ছাসেবী নামানো।” তিনি তার পোস্টে জামায়াত ও বিএনপিকে উদ্দেশ করে তারা কেনো এমনটি করছেন না তা নিয়ে প্রশ্ন করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।