জুমবাংলা ডেস্ক : ছাত্র-জনতার বিজয় নস্যাৎ করতে এবং বিএনপিকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে একটি মহল। তাই দলের নেতাকর্মীকে সতর্ক থাকার কড়া নির্দেশ দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার কুমিল্লায় বর্নার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও তাদের খোঁজখবর নিতে গিয়ে তিনি আরো বলেন, নতুন সরকারকে সময় দিতে হবে। জনগণের চাহিদা অনুযায়ী নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবে বলেও আশা করেন বিএনপির মহাসচিব।
বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের চাহিদা জানার জন্য তাদের বার্তা জানতে কুমিল্লার দুর্গত এলাকায় এসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লার লালমাই উপজেলার ছোট শরিফপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে বানভাসি মানুষের ভীড়।
মাইকের সামনে বিএনপি মহাসচিব দাঁড়িয়ে প্রথম শব্দে বলেন, ভাষন নয়, আপনাদের কথা শুনতে এসেছি, পাশে দাড়ায়ে এসেছি।দীর্ঘ ১৫ বছর আন্দোলনে কুমিল্লার ভূমিকা নিয়ে কথা বলেন তিনি। সেই সাথে আওয়ামী লীগ সরকারের মামলায় জর্জরিত হওয়া মানুষদের শান্ততা দেন মির্জা ফখরুল।
ছাত্র-জনতার আন্দোলনের দিনগুলোর কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, নতুন সরকারকে সময় দিতে হবে। এই সরকার জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দিবে সেই প্রত্যাশার কথা জানান তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরে আনার জন্য সবাত কাছে দোয়া চান মির্জা ফখরুল। সেই সাথে কেউ চাদাবাজির সাথে জড়িত হলে তাকে পুলিশে দেয়ার আহ্বান জানান তিনি। কুমিল্লা জেলার প্রত্যন্ত আরো তিন এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করবে বিএনপি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।