বিএনপিকে রাস্তায় নামাবেন না, খেলা এখনো শুরু হয়নি: দুদু

বিএনপি

জুমবাংলা ডেস্ক : বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ইউনূস সাহেব, আপনাকে বলছি আপনি ভালো মানুষ, জ্ঞানী মানুষ। দেশে-বিদেশে আপনার সুনাম আছে। এদের পাল্লায় পড়বেন না। বিএনপিকে রাস্তায় নামাবেন না, একবার নামালে আর থামানো যাবে না। ১৭ বছর পর এ বছরই ভোট হবে, বিএনপির খেলা এখনো শুরু হয়নি, কেবল জনসভার শুরু। তারেক রহমানের ১৭ বছরের সংগ্রাম চাট্টিখানি কথা নয়।

বিএনপি

শনিবার বিকেলে (২২ ফেব্রুয়ারি) পঞ্চগড় পৌরসভা সংলগ্ন মাঠে জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, আমরা শহীদ জিয়াকে এমনি এমনি রাষ্ট্রপতি হতে দেখিনি, বেগম খালেদা জিয়াকে এমনি এমনি প্রধানমন্ত্রী হতে দেখিনি। এই বছরের মধ্যেই নির্বাচন হবে, আর তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন।

ভোটাধিকার প্রতিষ্ঠায় নিজের জমির মতো ভোটও পাহারা দিতে হবে: নির্বাচন কমিশনার

তিনি বলেন, অনেকেই অনেক কথা বলছেন ইলিয়াস আলীসহ ১৬-১৭ বছর ধরে নিখোঁজ হওয়া ৮০০ তরুণের আজও সন্ধান মেলেনি। তারা কারও ভাই, কারও স্বামী, কারও সন্তান। বিএনপিকে নিয়ে সমালোচনা করছেন, ছয় বছর বিনা চিকিৎসায় মৃত্যুর কাছে চলে যাওয়া নেত্রীর প্রতি কারও নজর নেই। বিএনপি কী করেছে বা করেনি, ১৭ বছরে বিএনপির নামে ৬০ লাখ মামলা হয়েছে। বিএনপির নেতাকর্মীরা ঘরে ঘুমাতে পারেনি, বন-বাদাড়ে, খালে-বিলে রাত কাটিয়েছে। এমনি এমনি কি বাংলাদেশ মুক্ত হয়েছে। বছরের পর বছর ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের অনেক নেতাকর্মীরা ঢাকা শহরে রিকশা চালিয়েছে।