বিএনপি ক্ষমতায় এসেছে আবার ফেলে চলেও গেছে কিন্তু দেশ ছাড়েনি: টুকু

বিএনপি

জুমবাংলা ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিএনপি বারবার ক্ষমতায় এসেছে, এ ক্ষমতা ফেলে চলেও গেছে। তবে কখনও দেশ ছেড়ে পালাইনি। আর আওয়ামী লীগ ক্ষমতায় বসে লুটপাট করে আঙুল ফুলে কলাগাছ হয়। এরপর জনগণের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যায়।

বিএনপি

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপানে ‘আমরা বিএনপি পরিবার‘ আয়োজিত ছাত্র-জনতার আন্দোলনে নিহত পরিবারের সঙ্গে এক সাক্ষাতকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আওয়ামী লীগ মানুষকে শুধু গুলি করেই হত্যা করেনি। সিরাজগঞ্জে রাস্তার ওপর তারা মানুষকে জবাই করে হত্যা করেছে। আজ তারা ইঁদুরের গর্তে ঢুকেছে। তাদের কাউকে ছাড়া হবে না। সিরাজগঞ্জে বিএনপির এমন কোনো নেতাকর্মী নেই। যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই। প্রত্যেক নেতাকর্মীর বিরুদ্ধে কমপক্ষে ১৫-৭০ টির মতো মামলা। তারা আমাদের নেতাকর্মীদের বারবার নির্যাতন করেছে। কিন্তু কোনো নেতাকর্মী কোথাও পালায়নি। বিএনপি ঠিকই ঘুরে দাঁড়িয়েছে।

তিনি বলেন, যারা মাটির নিচে লুকিয়ে আছেন, তারা সাবধান হয়ে যান। এ দেশে ইঁদুরের মতো আর মাথা বের কইরেন না। বের হলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

কিভাবে বুঝবেন কেউ আপনার সরলতার সুযোগ নিচ্ছে?

আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জাসাস কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-সম্পাদক কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা, জেলা বিএনপি সহ-সভাপতি নাজমুল হাসান-রানা, ভিপি অমর কৃষ্ণ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট ও শহীদ পরিবারসহ জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।