জুমবাংলা ডেস্ক : সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুজ্জামান ছট্টু ও দ্বীন মোহাম্মদ দীনুর বিরুদ্ধে চাঁদাবাজি, ঘের দখল, লুটপাট ও দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এবং তাদের বিরুদ্ধে রাজনৈতিক ও সাংগঠনিভাবে আইনগত ব্যবস্থাসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে লিখিত আবেদন করেছেন জেলা মহিলা দলের সদস্য আম্বিয়া খাতুন।
গত ১৪ মার্চ তিনি এ আবেদনপত্রটি জেলা বিএনপির আহ্বায়ক রহতুল্লাহ পলাশের কাছে দেন। তিনি এ আবেদনটি জেলা বিএনপির দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির কাছে দিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন।
বিএনপি নেতা রফিকুজ্জামান ছট্টু তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘‘আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ছড়ানো হচ্ছে। যা আদৌ সঠিক নয়।’’
বিএনপি নেতা রফিকুজ্জামান ছট্টু বলেন, ‘‘মহিলা দলের সদস্য আম্বিয়া ও সালেহা হক কেয়া একজন আওয়ামী পরিবারের পক্ষ নিয়ে আমার বিরুদ্ধে এ সব মিথ্যা অপপ্রচার ছড়াচ্ছেন।’’
সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তদন্ত কমিটির সদস্য আবুল হাসান হাদী জানান, জেলা মহিলা দলের সদস্য আম্বিয়া খাতুনের লিখিত আবেদন পেয়েছেন। এ বিষয়ে পরবর্তী তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।