জুমবাংলা ডেস্ক : রাঙামাটি বাঘাইছড়িতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেছেন উপজেলা বিএনপির সহ-সভাপতি।
জানা গেছে, গত ৬ জানুয়ারি রাত আনুমানিক উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. নাছির উদ্দীনের শ্বশুর বাড়িতে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের ৮-১০ জনের একটি দল হঠাৎ এসে বাড়িঘর ঘেরাও করে ফেলে। এ সময়ে তারা দরজায় লাথি দেয় এবং দরজা না খুললে দরজা ভেঙে ফেলার হুমকি দেয়। উপজেলার ৭নং ওয়ার্ড এফব্লক এলাকায় এ ধরনের ঘটনা ঘটেছে।
যাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তারা হলেন- বাঘাইছড়ি পৌর যুবদল সদস্য নুর কবির, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুরুল ইসলাম জিন্নাত, কলেজ ছাত্রদলের সদস্য সচিব সারওয়ার গাজি, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ মেল্লা, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমির হোসেনসহ আরও অনেকে।
অভিযোগকারী উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. নাছির উদ্দীন জানান, উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মী এফব্ল এলাকায় বাড়িটি ঘেরাও করে রেখেছে। কারণ খাগড়াছড়ি হতে জয়নাল আবেদীন নামে একজন লোক বেড়াতে এসেছে এবং তিনি আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত। এ কারণে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের ৮ থেকে ১০ জনের একটি গ্রুপ ওই বাড়িঘর ঘেরাও দিয়ে রাখে। পরে বাড়ির মালিক এবং জয়নালের কাছ থেকে ২ লাখ টাকা চাঁদা দাবি করে।
তিনি আরও জানান, রাতেই বিষয়টি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলীকে বিষয়টি অবহিত করলে তার কাছ থেকে কোনো সুরাহ পাওয়া যায়নি। পরে ৭নং ওয়ার্ডের বিএনপির সভাপতি ফারুকের সহযোগিতা চাওয়া হয়। পরবর্তীতে ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক সেখানে উপস্থিত হলে তার নেতৃত্বে ২৫ হাজার টাকা চাঁদা দিয়ে রাতেই ঘটনাটি ধামাচাপা দেয়া হয়।
নাছির উদ্দীন বলেন, গেল ৭ জানুয়ারি সকালে উপজেলা ও পৌর বিএনপির দায়িত্বশীল নেতাদের বিষয়টি অবহিত করি। তারা সন্ধ্যায় সব অঙ্গ ও সহযোগী সংগঠনকে নিয়ে বিষয়টি নিয়ে জরুরি সভা ডাকেন। সভায় উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী চাঁদাবাজদের পক্ষ নেন।
এদিকে এ বিষয়ে জেলা বিএনপি’র কাছ থেকে সুবিচার পেতে লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং এ ঘটনার বাদী মো. নাছির উদ্দীন। পরে জেলা বিএনপি নাছিরের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে বৃহস্পতিবার ২৫ হাজার টাকা ফেরত দিতে নির্দেশ দিয়েছেন।
জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু বলেন, আমি ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবকদলের নেতাদের অভিযোগের বিষয়টি জানিয়েছি। তারা যেন ঘটনা তদন্ত করে এবং অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।