Advertisement
জুমবাংলা ডেস্ক : কক্সবাজারের সীমান্তবর্তী উপজেলা উখিয়ায় দুই হাজার ইয়াবাসহ একজন ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
আটক ব্যক্তির নাম নুর আহমদ। তিনি টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
শনিবার (১২ জুলাই) সকালে ইমামের ডেইল এলাকায় অস্থায়ী বিজিবি চেকপোস্টে তল্লাশির সময় নুর আহমদের স্বীকারোক্তির ভিত্তিতে তার পায়ুপথ থেকে দুই হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।
তিনি আরও জানান, এ ঘটনায় উখিয়া থানায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।