ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে জয়ী করতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের ভালুকায় এক পথসভায় যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান।
ডা. জাহিদ বলেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে বিজয় নিশ্চিত করতে নেতা-কর্মীদের ঐক্যই সবচেয়ে বড় শক্তি।
তিনি বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে সবাইকে মাঠে থাকতে হবে। ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি করতে হলে বিভক্তি নয়, একতাই হতে হবে মূল শক্তি।
পথসভার শুরুতে ডা. জাহিদ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, যুগ্ম-আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, সাবেক সহসভাপতি আনোয়ার উদ্দিন আহমেদসহ দলের স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দ।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাখাওয়াত হোসেন পাঠান, সদস্য আব্দুল কাইয়ুম সরকার রিপনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সূত্র : আরটিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



