জুমবাংলা ডেস্ক : জামালপুরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পুকুরে জাল ফেলে মাছ ধরার অভিযোগে এসএম আপেল মাহমুদ নামে ওয়ার্ড বিএনপির এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় তাকে সাময়িক অব্যাহতি দিয়েছে দল। তিনি জামালপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কোষাধ্যক্ষ ও শহরের ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা।
শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তরুন হাসান কাজল ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তার আগে, শনিবার ভোরে শহরের ফুলবাড়িয়া এলাকার জেলা পানি উন্নয়ন বোর্ডের পুকুর থেকে মাছ ধরার ঘটনা ঘটে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জামালপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কোষাধ্যক্ষ এসএম আপেল মাহমুদকে দলীয় শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে দলীয় সকল কর্মকাণ্ড থেকে সাময়িকভাবে অব্যহতি প্রদান করা হলো।
পাউবো কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে বিএনপি নেতা আপেল মাহমুদ জেলেসহ (মাঝি) ১০ থেকে ১২ জন নিয়ে পাউবো কার্যালয়ের পুকুরে জাল দিয়ে মাছ ধরতে শুরু করেন। খবর পেয়ে পাউবো কর্মকর্তা ও কর্মচারীরা পুকুরের পাড়ে যান এবং মাছ ধরতে নিষেধ করেন। এতে বিএনপির নেতা আপেল মাহমুদ কর্মকর্তা ও কর্মচারীদের ওপর ক্ষিপ্ত হন। এ সময় পাউবো কর্মকর্তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি জানান। খবর পেয়ে জামালপুর সদর থানার পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই মাছ ধরে নিয়ে যান আপেল। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গেও খারাপ আচরণ করেন তিনি।
পাউবো জামালপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান বলেন, তিন মাস আগে আমরা পুকুরে নতুন করে মাছ ছেড়ে ছিলাম। মাছ তেমন একটা বড়ও হয়নি। হঠাৎ সকালে অফিস থেকে জানায়, পুকুরে আপেল নামের ওই ব্যক্তি জাল ফেলে মাছ ধরছেন। পরে আমার কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলামসহ কয়েকজন পুকুর পাড়ে যান। কিন্তু এর আগেই তারা মাছ ধরে নিয়ে যান। তখন পুকুর পাড়ে ওই নেতা ও তার লোকজন ছিলেন। তখন ওই নেতা আমার কর্মকর্তা শফিকুল ইসলামকে নানাভাবে হুমকি দিয়েছেন।
জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, পুকুরে মাছ ধরার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।