জুমবাংলা ডেস্ক : রাজশাহীর দুর্গাপুরে গভীর রাতে প্রতিবেশীর ঘরের জানালায় উঁকি দিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন বিএনপির স্থানীয় এক নেতা। তার নাম তাজউদ্দিন (৪৫)। এ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম্য সালিশ করে তাকে জরিমানাও করা হয়েছে। পরে এ ঘটনা ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।
শুক্রবার রাতে উপজেলার নওপাড়া ইউনিয়নের আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত বিএনপি নেতা তাজউদ্দিন ওই গ্রামের প্রয়াত তাহের উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় একটি ওয়ার্ড বিএনপির সভাপতি বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে তাজউদ্দিন একটি ঘরের জানালার কাপড় সরিয়ে ফাঁক দিয়ে উঁকি দিচ্ছিলেন। এসময় প্রতিবেশীরা বিষয়টি দেখে তাকে ঘটনাস্থলেই গণধোলাই দেয়। পরে তাকে বেঁধে রেখে গ্রামের মাতব্বরকে খবর দেয় স্থানীয়রা। সেদিন রাতেই সেখানে সালিশ বসিয়ে তাজউদ্দিনকে নগদ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আরও দেড় লাখ টাকা জরিমানা নির্ধারণ করে পরে পরিশোধের শর্তে তাজউদ্দিনের আত্মীয় স্বজনরা মুচলেকা দিয়ে ছাড়িয়ে নেয়।
দুর্গাপুরের নওপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কালাম বলেন, সালিশে তাজউদ্দিন তার দোষ স্বীকার করেছেন। তার থেকে আদায় করা জরিমানা গ্রামের গরিব মানুষের মাঝে বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জরিমানার টাকা মাতব্বর নাদের হাজীর কাছে রয়েছে।
নওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলী বলেন, তাজউদ্দিন বিএনপির একজন কর্মী। দলে তার কোনো পদ নেই।
দুর্গাপুর থানার ওসি নাজমুল হক জানান, এ ঘটনা তিনি শুনেছেন। তবে কোনো পক্ষই এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করেননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।