জুমবাংলা ডেস্ক : খুলনা সদর থানার ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাহাবুব উল্লাহ শামীমকে বহিষ্কার করা হয়েছে। দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগের প্রেক্ষিতে ওয়ার্ড বিএনপির সভাপতি পদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সদর থানা বিএনপির সভাপতি কেএম হুমায়ুন কবীর ও সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ সই করা এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।
সংগঠন থেকে বহিষ্কৃত হওয়ায় মাহবুব উল্লাহ শামীমের সঙ্গে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের কোনো প্রকার যোগাযোগ না রাখতে বলা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।