মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের শিবালয়ে জামায়াতে ইসলামী নেতার দায়ের করা মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা আব্দুল আলিম। তিনি শিবালয় উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক।
মঙ্গলবার দুপুরে শিবালয় উপজেলা প্রেসক্লাব সম্মেলন কক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল আলিম বলেন, মানিকগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. আবু বক্কর সিদ্দিকের ভাই আব্দুর রফিকের দায়েরকৃত মামলা সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। এ মামলার মাধ্যমে তাকে ব্যক্তিগতভাবে হয়রানি এবং বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে।
তিনি বলেন, “শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নে জামায়াতের কোনো অফিসই নেই। তাহলে ভাঙচুর হলো কোন অফিসে? প্রকৃতপক্ষে তারা আমাদের পৈতৃক সম্পত্তি দখলের উদ্দেশ্যে বানোয়াট মামলার মাধ্যমে আমাকে ও আমার পরিবারকে হয়রানি করছে।”
আব্দুল আলিম আরও বলেন, “জামায়াত প্রার্থী ডা. আবু বক্কর আমার আপন চাচাতো ভাই। জমি-সংক্রান্ত বিরোধের জেরে তিনি আমাকে নানা ভাবে হয়রানি করছেন। এখনই যদি এমন হয়, নির্বাচনে জয়ী হলে সাধারণ মানুষের সাথে কেমন আচরণ করবেন তা সহজেই অনুমেয়।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব সায়েদুর রহমান, মহাদেবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাইজুদ্দিন মেম্বার, যুবদল নেতা মনির হোসেনসহ আলিমের পরিবারের সদস্যরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।