সুয়েব রানা : সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের কোওর বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিন আহমেদ। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে দলীয় নেতাকর্মীদের মাঠে থাকতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি এম এ মতিন, ডৌবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান হোসেন, জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়ন বিএনপির সভাপতি কুদরত উল্লাহ ভাণ্ডারী, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুর উদ্দিন ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল আমিন এবং ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজ উদ্দিন।
এছাড়া কর্মসূচিতে যোগ দেন গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি মো. চেরাগ আলী, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ছোয়াব আলী মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সিলেট জেলা যুবদলের সদস্য খলিলুর রহমান, গোয়াইনঘাট উপজেলা যুবদলের সদস্য গিয়াস উদ্দিন, উপজেলা শ্রমিক দলের সদস্য লোকমান হোসেন এবং গোয়াইনঘাট ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন সিরাজীসহ আরও অনেকে।
কর্মসূচিকে সফল করতে গোয়াইনঘাট ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা পালন করেন। দলীয় নেতারা বলেন, জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি করেই আন্দোলনকে আরও বেগবান করতে হবে।
কর্মসূচি শেষে উপস্থিত নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের পথ আরও সুদৃঢ় হবে। তারা বিশ্বাস করেন, জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এ আন্দোলন সফল হবে এবং দেশের ভবিষ্যৎ প্রজন্ম একটি ন্যায়ভিত্তিক সমাজ উপহার পাবে।
এই গণসংযোগ কর্মসূচি শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচি নয়, বরং গণমানুষের আকাঙ্ক্ষা ও পরিবিএনপির লিফলেট বিতরণবর্তনের বার্তা বহন করে। যা সবার হৃদয়ে নতুন আশার আলো জ্বালাতে সক্ষম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।