আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির দলীয় কার্যালয়ে প্রবেশের অভিযোগে প্রতীকী প্রতিবাদ জানাতে এক মণ দুধ দিয়ে ধুয়ে ফেলা হয়েছে কার্যালয়টি। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোড়ন সৃষ্টি হয়।
বুধবার (৬ আগস্ট) রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তুহিনের নেতৃত্বে বিএনপির স্থানীয় কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়। দলীয় নেতাকর্মীরা জানান, গণঅভ্যুত্থান দিবস (৫ আগস্ট) উপলক্ষে আয়োজিত বিজয় মিছিলে বিএনপির একটি অংশ — যারা ইশরাক সিদ্দিকীর ঘনিষ্ঠ বলে পরিচিত — আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ে প্রবেশ করে। এতে ‘গণঅভ্যুত্থান দিবসের চেতনা ও বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে’ বলে দাবি করেন নেতাকর্মীরা।
এই ঘটনার প্রতিবাদে এবং ‘ফ্যাসিবাদের দোসরদের’ প্রবেশে ‘দুষিত’ কার্যালয়কে প্রতীকীভাবে শুদ্ধ করতে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা এক মণ দুধ দিয়ে পুরো অফিস চত্বর পরিষ্কার করেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তুহিন বলেন, “৫ আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ছিল। ওই দিন আমাদের র্যালি ও কর্মসূচি ছিল। কিন্তু বিএনপির একটি পক্ষ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের লোকজন নিয়ে পার্টি অফিসে প্রবেশ করে, যা দলীয় নীতির পরিপন্থী। এতে পার্টি অফিস কলঙ্কিত হয়। প্রতিবাদস্বরূপ আমরা এক মণ দুধ দিয়ে তা ধুয়ে ফেলি।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।