দেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ঢাকা-১৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, ভবিষ্যতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে ক্রিকেট বোর্ডের সব ধরনের অনিয়ম ও দুর্নীতির নিরপেক্ষ তদন্ত করা হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে প্রচারণার পঞ্চম দিনে সোমবার (২৬ জানুয়ারি) সকালে মিরপুর-৬ এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় মিরপুরের ৬ নম্বর সেকশনের বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং লিফলেট বিতরণের মাধ্যমে ভোট চান।
গণসংযোগ চলাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমিনুল হক বর্তমান ক্রিকেট বোর্ডের গঠন ও নেতৃত্ব নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এমন একটি ক্রিকেট বোর্ড গঠিত হয়েছে, যার বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। একজন সাবেক অনভিজ্ঞ ক্রীড়া উপদেষ্টার স্বেচ্ছাচারী সিদ্ধান্তের কারণে আজ দেশের ক্রিকেট বোর্ড বিতর্কিত ও কলঙ্কিত হয়েছে। ভুল সিদ্ধান্ত ও ব্যক্তিগত স্বার্থে পরিচালিত নীতির ফলে দেশের ক্রিকেট অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে।
ক্রিকেট কূটনীতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বিএনপির এই প্রার্থী। তিনি বলেন, কার্যকর কূটনৈতিক তৎপরতার অভাবে বাংলাদেশ ক্রিকেট দল আন্তর্জাতিক অঙ্গনে নিরাপত্তা ও অন্যান্য জটিলতায় পড়ছে। আইসিসি কিংবা ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে সমন্বিত ও সময়োপযোগী আলোচনায় বর্তমান বোর্ড ব্যর্থ হয়েছে। এর নেতিবাচক প্রভাব দেশের ক্রিকেটকেই বহন করতে হচ্ছে।
নির্বাচনের পর করণীয় সম্পর্কে আমিনুল হক বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে গেলে ক্রিকেট বোর্ডের প্রতিটি কর্মকাণ্ড খতিয়ে দেখা হবে। অনিয়ম, দুর্নীতি ও ক্ষতির সঙ্গে যারা জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না—সবাইকে আইনের আওতায় আনা হবে।
গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় তিনি ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন এবং দেশের ক্রীড়াঙ্গনের পাশাপাশি সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


